লাল হলুদ হারাল নারায়ণ, চেন্নাই থেকে এটিকে মোহনবাগানে দীপক

আইএসএল খেলা নিয়ে এসসি ইস্টবেঙ্গলে যখন ডামাডোল অব্যাহত তখন ঘর গুছিয়ে নেওয়ার কাজে অনেকটাই এগিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান। লাল হলুদ ছেড়ে এবার চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন ডিফেন্ডার নারায়ণ দাস। অন্যদিকে, চেন্নাইন এফসি থেকেই এটিকে মোহনবাগানে এলেন মিডফিল্ডার দীপক টাংরি।

মোহনবাগান আকাদেমি প্রাক্তনী দীপক মোহনবাগানের বয়সভিত্তিক দলে খেলেছেন। ২০১৭ সালে মোহনবাগানের অনূর্ধ্ব ১৯ দল আইএফএ শিল্ডে রানার-আপ হয়েছিল, সেই দলেও ছিলেন দীপক। ২০১৭ সালেই ইন্ডিয়ান অ্যারোজের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক, ২০১৭-১৮ মরশুমে আই লিগে ইন্ডিয়ান অ্যারোজ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে সামলেছেন মাঝমাঠের ভার। অনূর্ধ্ব ২০ ভারতীয় দলের হয়েও খেলেছেন। ২০১৮-১৯ মরশুমে তিনি আইএসএল খেলার জন্য চুক্তিবদ্ধ হন চেন্নাইন এফসি-র সঙ্গে। কিন্তু তারপরও তাঁকে লোনে পাঠানো হয় ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলতে।

#DeepakIsAMariner!! 💚❤️

The former #MohunBagan Academy Midfielder is back in the City of Joy as he signs 2 years deal with #ATKMohunBagan 💪

How excited are you to see him back in the Green and Maroon jersey? 🤩#JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/5fRAwGUquD

— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 29, 2021

চেন্নাইন এফসি-র হয়ে দীপকের আইএসএল অভিষেক হয় ২০১৯-২০ মরশুমে। সেবার আইএসএলে ৫টি ম্যাচ খেলেছেন। তবে গত মরশুমের আইএসএলে তিনি ১৭টি ম্যাচে মোট ১০০৭ মিনিট খেলেছেন। পাসিং ও বল নিয়ন্ত্রণের দক্ষতায় তিনি প্রশংসিতও হন। অমরিন্দর সিং এবং ইউরোয় খেলা সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকোর পর প্রতিভাবান দীপককে সই করিয়ে তাই চমক অব্যাহত রাখল সবুজ মেরুন। ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন দীপক।

তবে একে একে লাল হলুদ ছাড়ছেন ফুটবলাররা। নবতম সংযোজন নারায়ণ দাস। এসসি ইস্টবেঙ্গল ছেড়ে দুই বছরের জন্য ডিফেন্ডার নারায়ণ দাস চেন্নাইন এফসিতে যোগ দিলেন। আইএসএলে তিনি ১০৭টি ম্যাচ খেলেছেন। নারায়ণ এক বিবৃতিতে জানিয়েছেন, এই দলের হয়ে খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। প্রতিটি ম্যাচে যাতে দলে থাকতে পারি সেভাবেই খেলে তৃতীয়বারের জন্য চেন্নাইকে আইএসএলে চ্যাম্পিয়ন করানো সকলের মতো আমারও লক্ষ্য। চেন্নাইয়ের সমর্থকরা যেভাবে ফুটবলারদের প্রেরণা দেন তার কথাও উঠে এসেছে নারায়ণের বক্তব্যে।

🔊 "𝗡𝗮𝗮 𝘃𝗮𝗿𝗲𝗻, 𝗖𝗵𝗲𝗻𝗻𝗮𝗶."

More protection at the back because inime #NarayanIrukaBayamEn 😉💪#AattamArambam #AllInForChennaiyin@narayandas21 pic.twitter.com/EVykrmuZsO

— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) June 29, 2021

ক্লাব ও হয়ে দেশের হয়ে দুশো ম্যাচ খেলা নারায়ণ সেন্ট্রাল ডিফেন্সেই খেলে থাকেন। নারায়ণের পেশাদার ফুটবল শুরু পৈলান অ্যারোজের হয়ে। ডেম্পোর হয়ে আই লিগ খেলেছেন। প্রথম আইএসএলে তাঁকে নিয়েছিল এফসি গোয়া। ২০১৬ সালে যান এফসি পুনে সিটিতে। ২০১৫-১৬ ও ২০১৬-১৭-তে আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেন। ২০১৭-১৮ মরশুমে যান এফসি গোয়ায়, সেবার সেমিফাইনাল খেলে গোয়ার দলটি যাতে ভূমিকা ছিল নারায়ণের। এরপর দিল্লি ডায়নামোজ, ওডিশা এফসি-র হয়ে খেলে ফিরে এসেছিলেন লাল হলুদে। আইএসএলে সাতটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। দেশের সিনিয়র দলে ডাক পান ২০১৩ সালে, অভিষেক হয় নেপালের বিরুদ্ধে। ২০১৫ সালে সাফ কাপ ও ২০১৮ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন নারায়ণ।

More ISL News  

Read more about:
English summary
Defender Narayan Das Joins Chennaiyin FC From SC East Bengal. ATK MB Roped In Deepak Tangri Of Chennaiyin FC.
Story first published: Tuesday, June 29, 2021, 18:25 [IST]