২০২১-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সাতটি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতিতে অনাস্থা এনেছে তৃণমূল। কিন্তু সেইসব পঞ্চায়েত ও সমিতিতে ডাকা অনাস্থা স্থগিতের নির্দেশ জারি করল জেলা প্রশাসন। করোনার কারণে এই স্থগিতাদেশ জারি করা হল বলে জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, ঘাটাল, মেদিনীপুর সদর, দাঁতন এবং শালবনীতে সাতটি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনে তৃণমূল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই পঞ্চায়েত ও সমিতিগুলিতে আস্থা ভোট না করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত মোট তিনবার স্থগিতাদেশ জারি করা হল।
জেলা গ্রামোন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, ভোট পরবর্তী সময়ে জেলায় মোট সাতটি গ্রাম পঞ্চায়েত এবং একটি পঞ্চায়েত সমিতিতে অনাস্থার আবেদন জমা পড়েছে। আইন মোতাবেক এখনই আস্থা ভোট করা প্রয়োজন এই পঞ্চায়েত ও সমিতিগুলিতে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবার স্থগিত রাখা হল বাধ্য হয়ে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩০ জুন পর্যন্ত আস্থাভোটের উপর স্থগিতাদেশ রাখা ছিল। লকডাউন বেড়ে যাওয়ায় তা আরও ১৫ দিন স্থগিত রাখা হল। জেলা প্রশাসনের তরফে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্লকগুলিতে। ১৫ জুলাইয়ের পর কোনওদিন আস্থা ভোট হতে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসন।