‘খেলা হবে' ২০২৪-এ জাতীয় স্লোগান হয়ে উঠবে!
তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য একুশের ভোটের আগে দাবি করেছিলেন, এই ‘খেলা হবে' ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্লোগান হয়ে উঠবে। সেই দাবিই ক্রমে সত্যতা পেতে চলেছে। ‘খেলা হবে'র হিন্দি সংস্করণ তৈরি তার প্রথম পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ত্রিপুরায় ‘খেলা হবে', উত্তরপ্রদেশে ‘খেলা হই'
বাংলায় সাফল্যের পর ত্রিপুরায় ‘খেলা হবে' অভিযান শুরু করেছে তৃণমূল। এরই মধ্যে আবার সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেছেন। ‘খেলা হবে'র অনুকরণে আঞ্চলিক ভাষায় ‘খেলা হই' নামে গান লেখা হয়েছে।
‘খেলা হবে' স্লোগানের হিন্দি সংস্করণ ‘খেল হোঙ্গে'
তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য আবার জানালেন, এখানেই শেষ নয়, ‘খেলা হবে' স্লোগান এবার জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার কাজ চলছে। ‘খেলা হবে' স্লোগানের হিন্দি সংস্করণ হচ্ছে এবার। ‘খেল হোঙ্গে' সং তৈরি হচ্ছে। এই ‘খেল হোঙ্গে' গান এবার বাজবে ভিনরাজ্যেো। বাংলার নির্বাচনের পর দিল্লির কেন্দ্রীয় নির্বাচনেও মাত দিতে খেলা হবের হিন্দি রূপান্তর।
২০২৪-এর নির্বাচনেও খেলা হবে স্লোগান!
বাংলায় ‘খেলা হবে' স্লোগানের কোনও জবাব ছিল না মোদী-শাহদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়েই খেলা হবে বাজার হিট করে বেরিয়ে গিয়েছে। বিজেপি এক্ষেত্রে বিরোধীদের মনোবল ভাঙতে পারেনি। উল্টে নিজেদের মনোবল হারিয়ে বসেছে তৃণমূলের ‘খেলা হবে' স্লোগানের দৌলতে। এবার ২০২৪-এর নির্বাচনেও খেলা হবে স্লোগান তুলে মাত করতে নামছে বিরোধীরা।
উত্তরপ্রদেশে দেওয়াল লিখন, ২০২২-এ খেলা হবে
২০২২-এ বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তার আগে নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র বারাণসীর রাস্তায় ঘাটে ভোজপুরী ভাষায় দেওয়াল লিখন, ২০২২-এ খেলা হবে। সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক আবদুল সামাদ আনসারি এই স্লোগান তুলে নিয়ে গিয়েছেন বাংলা থেকে। দিদি যেভাবে বাংলায় মোদী-শাহদের ধরাশায়ী করেছেন, সেভাবেই উত্তরপ্রদেশে ধরাশায়ী করার প্রয়াস নিয়েছে সপা।