বিধান পরিষদ বিল পেশ ৮ জুলাই
সোমবার সর্বদল বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ৮ জুলাই বিধানসভায় পেশ করা হবে বিধান পরিষদ। রাজ্য বাজেট পেশ করার পরেরদিন এই বিল পেশ করা হবে। উল্লেখ্য, বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুলাই। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। ৭ জুলাই বাজেট পেশ হবে, ৮ জুলাই বিধান পরিষদ বিল পেশ করা হবে।
প্রথম বিধানসভার অধিবেশনেই বিল পেশ
এবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ক্ষমতায় ফিরলে প্রথম বিধানসভার অধিবেশনেই এই বিল পেশ করা হবে। সেই কথা রাখলেন তিনি। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে তা পাস হয়ে গিয়েছে। এবার বিধানসভায় বিল পাসের অপেক্ষা। ২০১১ সালের পর ২০২১ সালে ফের শুরু হয়েছে উদ্যোগ।
বিধান পরিষদ গঠনের কাজ শুরু ২০১১-তে
২০১১ সালেও রাজ্যে ক্ষমতা বদলের পর বিধান পরিষদ গঠনের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা এগিয়েছিলেন। বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধান পরিষদ গঠনের জন্য সভায় প্রস্তাব পেশ করার সিদ্ধান্তও হয়েছিল। এমনকী এই প্রস্তাবের উপর আলোচনাও হয়। কিন্তু তারপর থমকে যায় বিধান পরিষদ গঠনের বিষয়টি।
বিধান পরিষদ ফেরাতে উদ্যোগ ২০২১-এ
২০২১-এ ক্ষমতায় ফিরে ফের একবার বিধান পরিষদ ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় উচ্চকক্ষ ফেরাতে প্রস্তাব পাস হয়ে গেল। বিধানসভায় বিল পেশের দিনক্ষণও চূড়ান্ত। ২০১১-র পর ১০ বছরে তা এগোয়নি। এবার বিধান পরিষদ গঠনের সম্ভাবনা প্রবল বলেই মনে করছে
বিধান পরিষদ ছিল বাংলায়, কী সেটা
গোটা দেশে ছয় রাজ্যে বিধান পরিষদ রয়েছে। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকে। বাংলাতেও ছিল দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা ছিল। ১৯৫২ সাল থেকে ১৯৬৯ পর্যন্ত বাংলাতেও ছিল বিধান পরিষদ। যুক্তফ্রন্ট সরকার এসে তা তুলে দেয়। উল্লেখ্য, সংসদে যেমন দুই কক্ষ- রাজ্যসভা আর লোকসভা, তেমনই রাজ্যেও দুটি কক্ষ- বিধান পরিষদ আর বিধানসভা।