কেন সেরেনা ও ফেডেরারের জন্য বিশেষ হতে চলেছে এবারের উইম্বলডন?

আজ থেকে শুরু হতে চলা উইম্বলডনে নজর থাকবে বিশ্বের। আকর্ষণের মূল কেন্দ্রে থাকবেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রজার ফেডেরার। বিশেষ কারণে এবারের টুর্নামেন্ট দুই টেনিস তারকার জন্য স্মরণীয় হতে চলেছে। কারণটা হয়তো অনেকেরই জানা। তবু আরও একবার এ ব্যাপারে পরিসংখ্যান ভিত্তিক আলোচনা হয়ে যাক।

Euro 2020 : ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত বেলজিয়ামের দুই তারকা, বিড়ম্বনায় জার্মানিEuro 2020 : ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত বেলজিয়ামের দুই তারকা, বিড়ম্বনায় জার্মানি

অলিম্পিক খেলবেন না সেরেনা

৩৯ বছরের সেরেনা উইলিয়ামস ইতিমধ্যেই টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন। চোট-আঘাতে জর্জরিত হয়ে সাম্প্রতিককালে একের পর এক টুর্নামেন্ট না খেলার কথা জানিয়ে দিচ্ছেন মার্কিন কিংবদন্তি। নয়তো নবাগত কোনও টেনিস তারকার কাছে হেরে বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে সেরেনাকে। ফলে বয়সের ভারে ফিটনেস সমস্যা যে একটা হচ্ছেই, তা মুখে না হলেও শরীরি ভাষায় বুঝিয়ে দিচ্ছেন উইলিয়ামস। সম্ভবত সেই কারণেই তিনি অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করেন ক্রীড়া প্রেমীরা। এই অবস্থায় এবারের উইম্বলডনে সেরেনা ভাল কিছু করতে না পারলে আগামী বছর আর খেলার মতো পরিস্থিতিতে তিনি থাকবেন না বলেই মনে করা হচ্ছে।

উইলিয়ামসের রেকর্ড

দুই দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্ট দাঁপানো সেরেনা উইলিয়ামস কেরিয়ারে মোট ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিতে রেকর্ড গড়েছেন। মোট সাত বার অস্ট্রেলিয় ওপেন (২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৫, ২০১৭), তিন বার ফরাসি ওপেন (২০০২, ২০১৩, ২০১৫), ছয় বার ইউএস ওপেন (১৯৯৯, ২০০২, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪) এবং সাত বার উইম্বলডন (২০০২, ২০০৩, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৬) চ্যাম্পিয়ন হয়েছে। অলিম্পিকে মোট চারটি সোনা (একটি সিঙ্গলস ও তিনটি ডবলস) জেতা সেরেনার জন্য এবারের উইম্বলডন অগ্নিপরীক্ষা হতে চলেছে বলা চলে। যিনি বিশ্ব ক্রমতালিকার অষ্টম স্থানে অবস্থান করছেন।

ফেডেরার জন্য বিশেষ উইম্বলডন

আর কয়েক সপ্তাহ পরেই ৪০ পেরোতে চলা রজার ফেডেরাররে ঘাসের কোর্টের রাজা বলা হয়ে থাকে। যদিও শেষ কয়েকটি উইলম্বলডনে তাঁকে স্বমহিমায় দেখা যায়নি। চোট-আঘাতে জর্জরিত হয়ে মাঝে মাঝেই টেনিস কোর্ট থেকে সাময়িক অব্যাহতি নিতে হয়েছে রজারকে। পুরনো চোট নিয়েই চলতি বছরের ফরাসি ওপেনে খেলতে নেমেছিলেন ফেডেরার। তৃতীয় রাউন্ড পর্যন্ত দৌড়ে শেষে নিজেই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। জানিয়েছিলেন, বারবার তাঁকে পীড়া দিচ্ছে পুরনো চোট। পছন্দের উইম্বলডনই যে তাঁর পাখির চোখ, তাও বুঝিয়ে দিয়েছিলেন রজার। ফলে এবারের এই টুর্নামেন্ট তাঁর কাছে স্মরণীয় হতে পারে বলা চলে। কারণ আগামী বছর সুইস তারকাকে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ফেডেরার রেকর্ড

দুই দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্ট দাঁপানো রজার ফেডেরার এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতেছেন। তার মধ্যে আট বার উইম্বলডনই (২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭) জিতেছেন কিংবদন্তি। ছয় বার অস্ট্রেলীয় ওপেন (২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭, ২০১৮), একবার ফরাসি ওপেন (২০০৯) ও পাঁচ বার ইউএস ওপেন (২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮) জিতেছেন সুইস তারকা। ২০০৮ সালের অলিম্পিকে সোনা জেতা ফেডারের কেরিয়ারে মোট ৬টি এটিপি ট্যুর ফাইনাল জিতেছেন।

More WIMBLEDON News  

Read more about:
English summary
Why this Wimbledon will be special for Serena Williams and Roger Federer