সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে গিয়ে দাঁড়িয়েছে ৪৭ হাজারের নিচে। এদিন সকাল ৯:৫০ মিনিট নাগাদ সোনার দাম ১০ গ্রামে ০.১১ শতাংশ বাড়ে। এই যৎ সামান্য বৃদ্ধিতে সোনার দাম সেভাবে বাজারে প্রভাব ফেলতে পারেনি। এখনও রেকর্ড বৃদ্ধি থেকে সোনা ৯০০০ টাকা সস্তা। ফলে বিয়ের মরশুমে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬,৯৭৬ টাকা হয়েছে।
রুপোর দাম
রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে ০.৩০ শতাংশ বেড়েছে। ফলে রুপোর দাম বিয়ের মরশুমে এখন ১ কেজিতে ৬৮,০৭৯ টাকা হয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত সপ্তাহের থেকেও কমতিতে রয়েছে সোমবার। স্পট গোল্ড এদিন ০.২ শতাংশ নিচে রয়েছে প্রতি আউন্সের হিসাবে।
কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৬৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৯,২৩০ টাকা। বিয়ের মরশুমে শহরে সোনার দাম ২৪ ক্যারেটে আপাতত ৫০ হাজার টাকার কাছাকাছি রয়েছে।
অন্যান্য শহরে সোনার দাম
মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,১৭০ টাকা। মায়ানগরীতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,১৭০ টাকা রয়েছে। চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৪,৪৬০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৫০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৩২০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)