কোভিড পরিস্থিতি মোকাবিলায় দেশে একাধিক সেক্টরে চাঙ্গা করতে ৮ টি পর পর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন কর্মসংস্থান থেকে ঋণের ক্ষেত্রে জোর দিয়ে একাধিক প্যাকেজের কথা ঘোষণা করেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতেই নির্মলা সীতারমনের পদক্ষেপের ভূয়সী প্রশংসা আসে প্রধানমন্ত্রীর তরফে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে অর্থনীতি চাঙ্গা হতে বাধ্য। এতে রপ্তানী বাড়বে, বাড়বে উৎপাদন। এর হাত ধরেই আসবে কর্মসংস্থান। ছোট ব্যবসায়ে ইএসএলজিএস ও ১.১ কোটি টাকার গ্যারান্টি স্কিম স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করে দেবে। এছাড়াও নিজের টুইট বার্তায় নির্মলা সীতারমনের দফতরের পদক্ষেপের প্রশংসা করে মোদী বলেন,স্বনির্ভর গোষ্ঠী যেমন এই পদক্ষেপের জেরে নিজের ব্যবসা উন্নত করতে সুবিধা পাবে, তেমনই কোভিড পরিস্থিতিতে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে এই ব্যবস্থা সুবিধা দেবে।
২৩,২২০ কোটি টাকার প্যাকেজের স্বাস্থ্য ক্ষেত্রে বিস্তারের মতো পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন মোদী। এর হাত ধরে থার্ড ওয়েভের আগে শিশুদের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হবে বলে নরেন্দ্র মোদী বার্তা দেন।
শুধু স্বাস্থ্য পরিকাঠামোই নয়, কৃষি ক্ষেত্রে নয়া পদক্ষেপ আলাদা জোর আনবে বলে মোদী দাবি করেছেন টুইটে। চিনি জানান কোভিড পরিস্থিতিতে অর্থমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তাতে কৃষকদের সুবিধা হবে। কৃষকদের ফসলের মূল্যের কমতি থেকে রোজগারের বৃদ্ধি এই পদক্ষেপের ফলে উঠে আসবে। কৃষি ক্ষেত্রে এই উদ্যোগ তাৎপর্যবাহী বলে বার্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। প্রসঙ্গত, কৃষি ক্ষেত্রে এদিন সারের ভর্তুকি সহনির্মলা সীতারমন ৭৭.৪৫ কোটি টাকার বিশেষ আর্থিক বণ্টন ঘোষণা করেন এনইআরএএমএসির জন্য। এছাড়াও ডিআইএসসিএএম-এ ৩.০৩ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা নিয়েও ভূয়সী প্রশংসা শোনা যায় মোদীর কণ্ঠে।