ভারতে বাতিল টুর্নামেন্ট
চার লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের ইন্ডিয়া ওপেন হওয়ার কথা ছিল মে মাসের ১১ থেকে ১৬ তারিখ অবধি। এই ইভেন্টটি থেকে মিলতে পারত টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের টিকিট। কিন্তু দিল্লিতে করোনা পরিস্থিতির জন্য এই ইভেন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত হয় এপ্রিলে। ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের হায়দরাবাদ ওপেন শুরুর কথা ছিল ২৪ অগাস্ট, শেষ হওয়ার কথা ছিল ২৯ অগাস্ট। যদিও এই দুটি ইভেন্টই বাতিল ঘোষণা করা হল।
হবে সৈয়দ মোদী
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন যে নতুন আন্তর্জাতিক ক্রীড়াসূচি ঘোষণা করেছে তাতে অবশ্য সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সুপার ৩০০ টুর্নামেন্টের উপর কোপ পড়েনি। অক্টোবরের ১২ থেকে ১৭ তারিখ অবধি এই টুর্নামেন্ট হওয়ার কথা লখনউয়ে।
চিন থেকে অন্যত্র
বিডব্লুএফ (BWF) আজ আরও জানিয়েছে, চিনের পরিবর্তে সুদিরমান কাপ ফাইনালস সেপ্টেম্বর ও অক্টোবরে হবে ফিনল্যান্ডে এবং ইন্দোনেশিয়ায় হবে মরশুমের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের তরফে। বিশ্ব ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আরও জানিয়েছে ঐতিহ্যশালী বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথাও। স্পেনে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।
কোথায় কবে?
ফিনল্যান্ডের ভানতায় সুদিরমান কাপ ফাইনালস হবে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি। ডেনমার্কের আরহাসে হবে থমাস ও উবের কাপ ফাইনাল। ৯ অক্টেবর শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর অবধি। গত বছর করোনা পরিস্থিতিতে এই ইভেন্টটি স্থগিত রাখা হয়েছিল। অক্টোবরের ১৯ থেকে ২৪ তারিখ অবধি হবে ডেনমার্ক ওপেন। প্যারিসে ফরাসি ওপেন হবে অক্টোবরের ২৬ থেকে ৩১ তারিখ অবধি। নভেম্বরের ২ থেকে ৭ তারিখ অবধি জার্মানিতে হবে স্যারলরলাক্স ওপেন। জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করেই ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস-সহ কয়েকটি টুর্নামেন্ট করতে চাইছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। ইন্দোনেশিয়া মাস্টার্স হবে ১৬ থেকে ২১ নভেম্বর, ইন্দোনেশিয়া ওপেন হবে ২৩ থেকে ২৮ নভেম্বর। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস হবে ডিসেম্বরের ১ থেকে ৫ তারিখ অবধি।