হাজারের নীচে নামল করোনার দৈনিক মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কত জেনে নিন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আইরাসে আক্রান্তের সংখ্যায় পতন। আক্রান্ত হয়েছেন ৪৬,১৪৮ জন। তবে করোনার দৈনিক করোনা গ্রাফ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯৭৯ জন। অনেকদিন পর করোনা ভাইরাসের দৈনিক মৃত্যুর সংখ্যা ১ হাজারের নীচে নামল। দিকে আজ থেকেই দিল্লিতে শুরু হচ্ছে আনলক ৫।

কমল দেশের করোনা গ্রাফ

দেশের করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। আশার আলো দেখা গেলেও তৃতীয় তরঙ্গের আতঙ্ক রয়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,১৪৮ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৮,৫৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮,৫৭৮ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৫,৭২,৯৯৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৭৯ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩,৯৬,৭৩০ জন।

ভয় ধরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনা সংক্রমণ দেশে কমলেও ডেস্টা ভ্যারিয়েন্ট নিয়ে বেশি উদ্বিগ্ন কেন্দ্র। দেশে তৃতীয় তরঙ্গ এই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। ইতিমধ্যেই ১১টি রাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেরও সন্ধান মিলেছে ভারতে। ৪ রাজ্যে ইতিমধ্যেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫০ জন। ২ জন মারাও গিয়েছেন তাতে।

টিকাকরণে জোর

গোটা দেশে টিকাকরণে জোর দিয়েছেন কেন্দ্র। ২৭ জুন পর্যন্ত দেশে ১৭.২১ লক্ষ করোনা টিকাকরণ হয়েছে দেশে। সেই সংখ্যা জুলাই মাসে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তৃতীয় তরঙ্গ আসার আগে সর্বাধিক টিকাকরণ করতে চাইছে দেশে। সেকারণে সব রাজ্যগুলিকেই টিকাকরণ নিয়ে জোর দিয়েছে কেন্দ্র। জুলাই মাস থেকে দিনে ১ কোটি করোনা টিকা দেওয়ার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

দিল্লিতে শুরু আনলক ৫

দিল্লিতে আজ থেকে আনলক ৫ শুরু হয়ে গিয়েছে। আরও একাধিক জিনিয়ে ছাড় ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র কিন্তু আগেই সতর্ক হয়েছে। আনলক প্রক্রিয়া শুরু করলেও অনেক কিছুতেই রাশ টেনেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রেই প্রথম করোনার তৃতীয় তরঙ্গ আছড়ে পড়বে বলে সাবধান করেছে গবেষকরা।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus update news of 28 June