Euro 2020 : সম্ভবত শেষ ম্যাচেই হার, তাই কি মাঠেই মেজাজ হারালেন রোনাল্ডো?

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও ছিটকে যেতে হয়েছে পর্তুগালকে। ফলে হতাশ গোটা দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চলতি ইউরো কাপের শেষ আটে তুলতে না পেরে মেজাজ হারিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই দৃশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই সঙ্গে এক অপ্রিয় প্রশ্ন নিয়েও আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে।

বেলজিয়ামের বিরুদ্ধে পর্তুগালের হার

বেলজিয়ামের বিরুদ্ধে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরে গিয়েছে পর্তুগাল। ম্যাচ জুড়ে দাপট দেখিয়েও ১ গোলের পরাজয় মেনে নিতে পারছেন না পর্তগিজ ফ্যানরা। হতাশ হয়েছেন পর্তুগালের ফুটবলাররাও। ৪২ মিনিটে করা থোরগান আজারের গোল শোধের একাধিক সুযোগ পেয়েও সেগুলি কাজে লাগাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। তাতেই হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে। ম্যাচ শেষে সাজঘরে কেঁদে ফেলেছেন পর্তুগালের ফুটবলাররা।

রোনাল্ডোর হতাশা

বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ হেরে মাঠেই মেজাজ হারিয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠেই তাঁর হতাশার বহিঃপ্রকাশ ঘটে। ম্যাচে শেষ বাঁশি বাজতেই মাঠে বসে পড়েন সিআর সেভেন। তার আগে নিজের অধিনায়কত্বের আর্ম ব্যান্ড তিনি খুলে ছুঁড়ে ফেলে দেন। বিড়বিড়িয়ে হনহন করে ড্রেসিং রুমের দিকে হাঁটা লাগান পর্তুগিজ তারকা। এবার নিজের আর্মব্যান্ড লাথি মেরে সরিয়ে দেন রোনাল্ডো। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

কেন এমন প্রতিক্রিয়া

২০০৪ সাল থেকে টানা ইউরো কাপ খেলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টুর্নামেন্টের পাঁচটি সংস্করণ খেলে ফেলা রোনাল্ডোর বয়স এখন ৩৬। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী ইউরো কাপে ৩৯ বছরের রোনাল্ডো আদৌ অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ফুটবল ফ্যানদের মনে। মনে করা হচ্ছে যে সম্ভবত শেষ ইউরো থেকে খেতাব জিতে মুহুর্তকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা হয়তো করে রেখেছিলেন সিআর সেভেন। তা ভেস্তে যাওয়াতেই মহাতারকার এই প্রতিক্রিয়া বলে মনে করছে ফুটবল বিশ্বের একটা অংশ।

রেকর্ডের জন্য আরও অপেক্ষা

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে গোল করতে পারলে আরও এক আন্তর্জাতিক রেকর্ডের মালিক হতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে গোল করার প্রেক্ষিতে ইরানের আলি দাইয়েকে (১০৯টি গোল) টপকে যেতে পারতেন সিআর সেভেন। তবে এই মুহুর্তের জন্য আরও অপেক্ষা করতে হবে পর্তুগালের জার্সিতে ১৭৯ ম্যাচ খেলে ১০৯ গোল করা রোনাল্ডোর। যিনি ইউরো কাপের গত পাঁচ সংস্করণ মিলিয়ে ১৪টি গোল করে নয়া মাইলফলক স্থাপন করেছেন।

More EURO CUP News  

Read more about:
English summary
Cristiano Ronaldo probably played his last Euro Cup match, that is why he is not happy