একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৬১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৬ হাজার ৭১০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৬৪৪। এদিন মৃত্যু হয়েছে ৩২ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯৬ হাজার ৭১০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২১ হাজার ৫৮০ জন। এদিন ৩০৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৭৬১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০৩৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৩৮ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ১১ হাজার ৫১। ১২৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৬৭৮৯। এদিন টেস্টিং হয়েছে ৫০০০৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ৩.৫২।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৭৮২৫। এদিন ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৫৭৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ জন বেড়ে হয়েছে ৯৪৩০৯। হাওড়ায় আক্রান্ত ৯২৯১৬। এদিন আক্রান্ত হয়েছেন ৯২ জন। হুগলিতে ৯১ জন বেড়ে আক্রান্ত ৭৯৯৫৩ জন।