কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ১৮৩৬। তবে তা আগের দিনের থেকে কম। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৮৯৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯১(১৭৬)। উত্তর ২৪ পরগনায় ২০৬ (২২৯) জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় কলকাতায় আক্রান্তের সংখ্যা কমলেও ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৮৯৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৪৪৯।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৭,৬৬১। শুধু এদিনই কলকাতায় ১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৯৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০০,৯৮৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৭৯ জন। গতদিনের থেকে সংখ্যাটা তিন কম।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৫, ৫৬০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৪৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ০৮, ৩৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৭৩৮ জন। গত দিনের থেকে সংখ্যাটা ৭৩ কম।
দার্জিলিং-পশ্চিম মেদিনীপুর
আক্রান্তের নিরিখে এদিন তিন নম্বরে দার্জিলিং (১৮৩) আর চার নম্বরে পশ্চিম মেদিনীপুর (১৮০)। দক্ষিণ ২৪ পরগনায় ১১৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪২১৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯২, ৮২৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। হুগলিতে ১০৩ জন বেড়ে আক্রান্ত ৭৯, ৮৬২ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৯ (২৫), কোচবিহারে ৯০ (৯১) , দার্জিলিং ১৮৩ (১৭২), কালিম্পং ১১ (২১) , জলপাইগুড়ি ১২১ (১১৯), উত্তর দিনাজপুরে ২০ (৩৮), দক্ষিণ দিনাজপুরে ১৭ ( ৩৩), মালদহ ৯ (১৭), মুর্শিদাবাদ ১৩ (১১), নদিয়া ৭৮ (৮৬), বীরভূম ৯ (১৩), পুরুলিয়া ৩ (১), বাঁকুড়ায় ৮৪ (৮০), ঝাড়গ্রাম ২৭ (৬৩), পশ্চিম মেদিনীপুর ১৮০ (১৭৫), পূর্ব মেদিনীপুর ১২৭ (১০৮), পূর্ব বর্ধমান ৫২ (৩৫), পশ্চিম বর্ধমান ৫৫ (৬৪), হাওড়া ১১৩ (১১০), হুগলিতে ১০৩ (১০৯), উত্তর ২৪ পরগনায় ২০৬ (২২৯), দক্ষিণ ২৪ পরগনায় ১১৫ ( ১১৮) জন আক্রান্ত হয়েছেন।