তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভে ভারতের দ্বিতীয় সোনা আনলেন দীপিকারা

টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থতার ক্ষতয় কিছুটা প্রলেপ। প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি ইভেন্টে সোনা জিতল ভারতীয় মহিলা তিরন্দাজির রিকার্ভ দল।

(ছবি- সাই মিডিয়া ও ওয়ার্ল্ড আর্চারি)

দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, কমলিকা বারি ৫-১ ব্যবধানে হারালেন মেক্সিকোর প্রতিপক্ষদের। দীপিকা কুমারী ব্যক্তিগত বিভাগে টোকিও অলিম্পিকের তিরন্দাজিতে নামার টিকিট পেলেও চলতি মাসেই অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ভারতীয় মহিলা তিরন্দাজির এই দল। সেই হতাশার ক্ষততেই কিছুটা সান্ত্বনা দিচ্ছে বিশ্বকাপের এই সোনা জয়।

It’s Gold for the women’s recurve archery team of @ImDeepikaK, #KomolikaBari and #AnkitaBhakat who win the 🥇 at the Archery World Cup Stage 3 in Paris after a 5-1 win over Mexico.

📸 courtesy: @worldarchery pic.twitter.com/lVDQvRKaTR

— SAIMedia (@Media_SAI) June 27, 2021

এই নিয়ে এবারের বিশ্বকাপে ভারত দুটি সোনা জিতল। গতকালই চলতি বিশ্বকাপে কম্পাউন্ড ইভেন্টে ভারতের প্রথম সোনাটি এসেছিল ব্যক্তিগত বিভাগে, অভিষেক ভার্মার লক্ষ্যভেদের ফলে।

দুর্বল কলম্বিয়ার কাছে পরাস্ত হওয়ায় ভারতের মহিলা রিকার্ভ দল টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি। আজ ফাইনালে দীপিকারা জিতলেন রীতিমতো দাপট দেখিয়ে। চলতি বছর বিশ্বকাপে টানা দুটি সোনা জিতল ভারতের মহিলাদের রিকার্ভ দল। সবমিলিয়ে টানা ৬টি সোনা জয়। ২০১১ সালে সাংহাই, ২০১৩ সালে মেডেলিন, ২০১৩ ও সালে রকলো এবং চলতি বছর গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় মহিলা দল রিকার্ভে সোনা জেতে। সব কটি দলেই ছিলেন দীপিকা কুমারী।

গুয়াতেমালা সিটিতে দু মাস আগে বিশ্বকাপের ফাইনালে ভারত এই মেক্সিকোকেই হারিয়েছিল। এদিন চারটি ১০এস ও একটি এক্স (সেন্টারের সবচেয়ে কাছে)-এর সুবাদে প্রথম সেটে ভারতের স্কোর দাঁড়াল ৫৭-৫৭। দ্বিতীয় সেটে ভারতীয় তিরন্দাজদের দাপটে চাপে পড়া মেক্সিকো ৫২ স্কোর করে তিন পয়েন্টে সেট খোয়ায়। তৃতীয় সেটে ৩-১-এ এগিয়ে থাকা ভারতীয় তিরন্দাজরা ধারাবাহিকতা বজায় রেখে ৫৫ স্কোর করার পর এক পয়েন্ট কম স্কোর করায় চলতি বছর ভারতের কাছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে হারল মেক্সিকো।

More TOKYO OLYMPICS News  

Read more about:
English summary
Indian Women's Recurve Team Clinches Gold At World Cup Stage 3 In Paris. Trio Of Deepika Kumari, Ankita Bhakat and Komalika Bari Beat Mexico To Claim Second Gold In This Event.