স্বপ্নে কখনও কল্পনাও করিনি, জন্ম ভিটেয় পৌঁছে মাটিতে প্রণাম রাষ্ট্রপতি কোবিন্দের

গ্রামের বাড়ি (native village) উত্তর প্রদেশের (uttar pradesh) পারাউঙ্খ-এ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (ramnath kovind)। কানপুর শহর থেকে প্রায় ৭৫ কিমি দূরে এই গ্রাম। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে রবিবার বিকেলে গ্রামের বাড়িতে প্রথমবারের জন্য যান রাষ্ট্রপতি। হেলিকপ্টার থেকে নেমে মাটিতে প্রণাম করেন তিনি।

স্বপ্নে কখনও কল্পনাও করিনি

তিনি কখনও স্বপ্নেও কল্পনা করেননি, গ্রামের এক সাধারণ বালক দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব নির্বাহ করবেন। কিন্তু দেশের গণতান্ত্রিক ব্যবস্থাই সেটা সম্ভব করেছে। রাষ্ট্রপতি কোবিন্দ কানপুরের দেহাতে জন অভিনন্দন সমারোহতে এমনটাই মন্তব্য করেছেন।

গ্রামের মন্দিরে পুজো

রাষ্ট্রপতি গ্রামের পাথরি দেবী মন্দিরে পুজো দেন। তারপর তিনি যান আম্বেদকর ভবনে। রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিক্যনাথও এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। তিনদিনের কানপুর সফরের এদিন ছিল শেষদিন।

২৮ জুন লখনৌতে

সূচি অনুযায়ী রাষ্ট্রপতি ২৮ জুন লখনৌতে পৌঁছবেন। ২০ জুন সেখানে বিআর আম্বেদকর মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শুক্রবার রাজ্যের যোগী আদিত্যনাথের সরকারের ক্যাবিনেট আমেবদকর মেমোরিয়াল তৈরির জন্য জমি মঞ্জুর করে।

শিক্ষা নেবে কানপুর পুলিশ

শুক্রবার কানপুরের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মহিলা শাখার প্রধান করোনার উপসর্গ নিয়ে ট্রাফিকে আটকে মারা যান। রাষ্ট্রপতির কনভয় যাওয়ার কারণে কানপুর পুলিশের তরফে বেশ কিছু রাস্তায় গাড়ির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কানপুর নগরের পুলিশ কমিশনার বলেছেন, এই ঘটনা থেকে ভবিষ্যতে তাঁরা বড় শিক্ষা নেবেন। এইসব ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে সামান্য সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারেন, তার উপায় খুঁজে বের করা হবে।

More RAMNATH KOVIND News  

Read more about:
English summary
President Ramnath Kovind visits native village in UP and touches ground to pay tribute to his birth place
Story first published: Sunday, June 27, 2021, 20:21 [IST]