Euro 2020 : লাল কার্ডে ধাক্কায় চোকার্স নেদারল্যান্ডসের বিদায়, হেভিওয়েটদের পর্যুদস্ত করে শেষ আটে চেক

একটা লাল কার্ডের বোঝা যে কতটা কঠিন হতে পারে, তা টের পেল নেদারল্যান্ডস। ডাচদের কপালে লেগেই থাকল চোকার্স তকমা। এবার ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল কমলা জার্সির দল। ১০ জনের হেভিওয়েট শিবিরকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চেক প্রজাতন্ত্র।

হাঙ্গেরির বুদাপেস্টে প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করার চেষ্টা করে নেদারল্যান্ডস। ৩-৪-১-২ ছকে দল সাজিয়ে মাঠে নেমে বলের দখল নিজেদের কাছে রেখে বারবার আক্রমণে উঠতে থাকে কমলা জার্সির দল। কাঁটায় কাঁটায় লড়াই চালিয়ে যায় চেক প্রজাতন্ত্রও। ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে প্রতি আক্রমণে বাজিমাত করার মরিয়া চেষ্টা চালাতে থাকেন প্যাট্রিক শিকরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে প্রথম থেকেই।

প্রথমার্ধেই একাধিকবার গোলের কাছে পৌঁছে যায় নেদারল্যান্ডস। কখনও চেক প্রজাতন্ত্রের দুর্দান্ত ডিফেন্স তো কখনও বোঝাপড়ার অভাবে সুযোগগুলি হাতছাড়া করেন মেম্ফিস ডিপে, ডনিয়েল মালেনরা। প্রথমার্ধের গোলের সুযোগ নষ্ট করে চেক প্রজাতন্ত্রও। কোনওমতে পরস্থিতি সামাল দিতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের মধ্যে ফের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে বারবার প্রতিপক্ষের গোলমুখে ঢুকে পড়ে কমলা জার্সির দল। অন্যদিকে সাদা পোশাকে মাঠে নামা চেক বারবার গতি সঞ্চার করে নেদারল্যান্ডসের ডিফেন্সে কম্পন ধরাতে থাকে। ৫২ মিনিটের মাথায় চেকের এক ডিফেন্ডারকে কাত করে একক দক্ষতায় বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকায় পেয়ে যান নেদারল্যান্ডসের মালান। যদিও গোল করতে তিনি ব্যর্থ হন।

⚽️ Holeš

🇨🇿 Czech Republic celebrate their first EURO knockout phase goal since Milan Baroš, #OTD in 2004 in a 3-0 win over Denmark in the quarter-finals 💪#EURO2020 | #CZE pic.twitter.com/k8tA4JUkrJ

— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021

প্রতি আক্রমণে উঠে নেদারল্যান্ডসের গোলমুখে প্রায় ঢুকেই পড়ে চেক। গতিশীল শিককে আটকাতে ব্যর্থ হয়ে শরীরের ভারসাম্য নষ্ট হয় কমলা জার্সিধারী ডিফেন্ডার মাথিস দে লিটের। পতন অবশ্যম্ভাবী বুঝে হাত দিয়ে তিনি বল আটকানোর চেষ্টা করেন। তাই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিটকে। ১০ জনের নেদারল্যান্ডসকে এরপর চেপে ধরে চেক। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে যায় ফেভারিট দল।

🇨🇿 Most EURO final tournament goals for the Czech Republic:

⚽️5⃣ Milan Baroš
⚽️4⃣ Vladimír Šmicer
⚽️4⃣ Patrik Schick#EURO2020 | #CZE pic.twitter.com/c8PEA4MoAL

— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021

দুর্দান্ত বোঝাপড়ায় চেক প্রজাতন্ত্রের হয়ে প্রথম গোল করেন টমাস হোলস। ৬৮ মিনিটে আসে সফলতা। গোল করতে মরিয়া নেদারল্যান্ডস বারবার আক্রমণে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টে দশ জনের নেদারল্যান্ডসের ডিফেন্সের খামতিগুলির সদ্ব্যবহার করে গতি বাড়িয়ে বারবার গোলের কাছে পৌঁছে যায় চেক। ত্রিমুখী আক্রমণের মাধ্যমে ৮০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন চেকের শিক। চলতি টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে স্বদেশী ভ্লাদিমির মিসেরকে তিনি ধরে ফেললেন। আর একটা গোল করলেই চেকের কিংবদন্তি মিলান ব্যারসকে ধরে ফেলবেন শিক। অন্যদিকে নেদারল্যান্ডসকে গোল শোধ দেওয়ার কোনও সুযোগও দেননি জয়ী দলের ডিফেন্ডাররা।

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 : Netherlands vs Czech Republic match finished with neck to neck fight