আমেরিকার টোকিও অলিম্পিক দলে না থাকার কারণ জানালেন কিংবদন্তি সেরেনা

আমেরিকার টোকিও অলিম্পিকগামী দলে জায়গা হল না সেরেনা উইলিয়ামস। এ ব্যাপারে মুখ খুললেন টেনিস কিংবদন্তি নিজে। জানিয়ে দিলেন কেন বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে অংশ নিতে পারছেন না তিনি। যা শুনে হতাশই হয়েছেন টেনিস প্রেমীরা। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকার বক্তব্যে আক্ষেপ যেমন রয়েছে, তেমন বিতর্কের গন্ধও পাচ্ছে অন্য একটা অংশ।

অলিম্পিকে নেই সেরেনা

রবিবার উইম্বলডন শুরুর আগের সাংবাদিক বৈঠকে সেরানা উইলিয়ামস জানিয়েছেন যে তিনি টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছেন না। আসলে তাঁর নাম আমেরিকার অলিম্পিক দলে নেই বলেও জানাতে দ্বিধা করেননি কিংবদন্তি। তাঁকে জানিয়েই যে এ কাজ করা হয়েছে, তেমনটা নয় বলেও জানিয়েছেন মার্কিন টেনিস তারকা। জানালেও যে তাঁর নাম তালিকায় থাকত, তাও মনে করেন না উইলিয়ামস।

নিজেও খেলতে রাজি নন সেরেনা

তিনি নিজেও যে টোকিও অলিম্পিক খেলতে চাইছেন না, তাও জানাতে ভোলেননি ৩৯ বছরের সেরেনা উইলিয়ামস। যাঁর কাছে একটা সময় অলিম্পিকে অংশগ্রহণের অভিজ্ঞতা অসাধারণ ছিল, তাঁর আচমকা মতি পরিবর্তনে অবাকই হয়েছে টেনিস দুনিয়া। অনেক চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন অলিম্পিক থেকে চারটি সোনা জেতা মার্কিন টেনিস তারকা।

অলিম্পিকেও সফল সেরেনা

২০০০, ২০০৮, ২০১২ এবং ২০১৬ সালের অলিম্পিকে আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করা সেরেনা উইলিয়ামস এখনও পর্যন্ত চার বার সোনা জিতেছেন। ২০১২ সালের লন্ডন গেমসের সিঙ্গলস ফাইনালে রাশিয়ার মারিয়া শারাপোভাকে হারিয়ে সোনা জিতেছিলেন সেরেনা। বাকি তিনটি সোনা অন্য তিন অলিম্পিকে দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে পেয়েছিলেন কিংবদন্তি। ২০০৪ সালে হাঁটুর চোটে অলিম্পিকে অংশ নিতে পারায় আরও অন্তত একটি সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন সেরেনা।

উইম্বলডনে নামছেন সেরেনা

আগামী মঙ্গলবার উইম্বলডন অভিযান শুরু করছেন সেরেনা উইলিয়ামস। প্রথম ম্যাচে তাঁর প্রতিপক্ষ বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচ। কেরিয়ারে রেকর্ড সংখ্যক ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তি সবুজ কোর্টে আরও একবার নিজেকে প্রমাণ করতে পারলে ২৪তম খেতাব হাসিল করবেন। একই সঙ্গে অষ্টমবার উইম্বলডন জয়ের রেকর্ডও গড়বেন সেরেনা।

More TOKYO OLYMPICS News  

Read more about:
English summary
Serena Williams's name is not in the list of America's Tokyo Olympics 2020