|
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিরারে বার্তায় আপ্লুত হয়েছেন। জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিং, ব্যাডমিন্টন তারকা চিরাগ শেঠী, স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, ফেন্সার ভবানী দেবীরা দেশের প্রশাসনিক ধন্যবাদ জানিয়েছেন। আসন্ন অলিম্পিকে নিজ নিজ ইভেন্টে সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। রবিবার পাল্টা টুইট করে নিজেদের মনের ভাব তাঁরা প্রকাশ করেছন।
প্রধানমন্ত্রীর বার্তা
টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মনে বল জোগাতে এর আগে শুভেচ্ছাবার্তা সম্বলিত টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। মেগা গেমসের ২৬ দিন আগে প্রধানমন্ত্রীর রবিবারের মন কি বাত অনুষ্ঠানে আরও এক উঠে এল অলিম্পিক প্রসঙ্গ। বললেন, অ্যাথলিটদের দীর্ঘ দিনের কঠিন পরিশ্রম স্বার্থক হওয়ার সময় হয়েছে। মোদীর কথায়, ভারতীয় অ্যাথলিটরা কেবল নিজেদের জন্য অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন না, তাঁদের সঙ্গে দেশের গর্ব এবং আবেগ জড়িয়ে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এবং পরিশ্রম করে অলিম্পিকে অংশ নিতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁদের ওপর যাতে অযথা প্রত্যাশার চাপ তৈরি না করা হয়, দেশের নাগরিকদের তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। বরং টোকিওগামী অ্যাথলিটদের অনুপ্রাণিত করা দেশের ক্রীড়াপ্রেমীদের প্রধান কাজ হওয়া উচিত বলে মনে করেন নরেন্দ্র মোদী। দেশের সেরা অ্যাথলিটদের উজ্জ্বীবিত করতে সোশ্যাল মিডিয়ায় #Cheer4India ক্যাম্পেন শুরু করেছে ভারত সরকার। দেশের নাগরিকদের তাতে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অলিম্পিক উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ
বার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসতে চলেছে বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। অ্যাথলিটদের মনে বল জোগাতে বিশেষ উদ্যোগও নিয়েছে রিজিজুর দফতর। রেল মন্ত্রকের সঙ্গে কথা বলে দেশের বিভিন্ন স্টেশনে মোট ৬ হাজার সেলফি জোন তৈরি করা হয়েছে। সেখানে তোলা ছবি দিয়ে টোকিওগামী অ্যাথলিটদের শুভেচ্ছা জানানোর জন্য নাগরিকদের আবেদন জানানো হয়েছে। এবারের অলিম্পিক অভিযানকে দেশের মানুষের মনে জায়গা করে দিতেই এই ব্যাপক উদ্যোগ বলে রিজিজুর তরফে জানানো হয়েছে।
টোকিও অলিম্পিকে ভারত
করোনা ভাইরাসের আবহে আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। ৮ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট গেমসে অংশ নিতে চলেছেন। ভারত থেকে এখনও পর্যন্ত ১১০ জন অ্যাথলিট টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন। সবশেষে সেই সংখ্যা ১২০ থেকে ১৩০-এ পৌঁছতে পারে বলে জানানো হয়েছে।
মিলখাই অনুপ্রেরণা, টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের কোন বার্তা মোদীর