ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল এলাকা। ঘটনা ঘিরে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে। শুরু হয়ে যায় তদন্ত। তবে কি থেকে বা কীভাবে এমন বিস্ফোরণ হয়েছে তা নিয়ে রয়েছে সন্দেহ। আদৌ এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না , তা নিয়ে রয়েছে সন্দেহ। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে , একটি নয়, জম্মু বিমানবন্দরে পর পর ২ টি বিস্ফোরণ ঘটেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। এদিকে, জম্মুতে এমন ঘটনার সঙ্গে সঙ্গেই ভূস্বর্গের নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে ঘটনা ঘিরে চলছে তদন্ত।
এদিকে, গত ২৪ জুনই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি সেখানে সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের সমস্ত দলগুলিকে আমন্ত্রণ জানান। বৈঠকে কাশ্মীরের উন্নয়নের একাধিক ইস্যু আলোচিত হয় বলে খবর। এদিকে, সেই বৈঠকের আগের দিন কাশ্মীরে পর পর ৩ টি জঙ্গি হামলা হয়। হামলার সঙ্গ বৈঠক বিরোধিতার যোগ রয়েছে বলেও দাবি করে একাধিক সূত্র।
(বিস্তারিত আসছে)