প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে ওঠাও কম কৃতিত্বের নয়, বললেন বিসিসিআই সভাপতি সৌরভ

সাউদাম্পটনে হওয়া প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। তিরে এসে তরী ডোবার পরেও বিরাট কোহলিদের পারফরম্যান্স নিয়ে বিন্দুমাত্র হতাশ নন সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্টে টিম ইন্ডিয়ার প্রতি সদস্যকে আলাদা করে কৃতিত্ব দিয়েছেন বিসিসিআই সভাপতি। ঠিক কী কথা বলেছেন মহারাজ।

প্রত্যেকে ভাল খেলেছেন

২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে ভারতের হার দিয়ে। প্রথমবার হওয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করেছে নিউজিল্যান্ড। তা সত্ত্বেও বিরাট কোহলিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই বছর ধরে চলা টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রতি সদস্য নিজের ছাপ রাখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

কোন কোন ক্রিকেটারের নাম উল্লেখ

ভারতের হয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করেছেন অজিঙ্ক রাহানে। মুগ্ধ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্টের ফাইনালের প্রথম ইনিংসে দারুণ বোলিং করে ভারতকে ম্যাচে ফেরানো মহম্মদ শামির প্রশংসা আলাদাভাবে করেছেন বিসিসিআই সভাপতি। কিংবদন্তি কপিল দেবের পর ১০০টি টেস্ট ম্যাচ খেলা ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ইশান্ত শর্মার নামও উল্লেখ করেছেন মহারাজ। আবার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রণ অশ্বিনের পারফরম্যান্সও যে তাঁকে মুগ্ধ করেছে, তাও জানাতে ভোলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের আশা

ভারত এবং নিউজিল্যান্ড যে ভাল খেলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে, তা জানাতে দ্বিধা করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ম্যাচ বা সিরিজ জয়ের শতকরা হারের ভিত্তিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য দল নির্বাচনের যে নিয়ম চালু করা হয়েছে, তাতে খুব একটা সন্তুষ্ট নন মহারাজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী মরসুমে ওই নিয়মে সামান্য পরিবর্তন হবে বলে আশা করেছেন বিসিসিআই সভাপতি।

আগামী সংস্করণের সম্ভাব্য সূচি

আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে বলে খবর। দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ২০২১ সালের নভেম্বরে ভারতে ২টি টেস্ট খেলবেন কেন উইলিয়ামসনরা। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে তিনটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এরপর ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে তিনটি টেস্ট খেলা হবে। টুর্নামেন্টে নিজেদের শেষ টেস্ট সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাটিতে খেলবেন বিরাট কোহলিরা। দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচ হবে বলে খবর। তার আগে ২০২২ সালের মাঝামাঝি সময়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি হবে বলে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে আইসিসি-র আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
Sourav Ganguly delighted with Team India's ICC World Test Championship campaign
Story first published: Sunday, June 27, 2021, 15:00 [IST]