একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮৩৬। মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৬১২। এদিন মৃত্যু হয়েছে ২৯ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩২।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২১ হাজার ৮৮৪ জন। এদিন ২১৫ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৮৩৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০২২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৫৫ হাজার ৪৫৩ জন।
রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৬১ হাজার ০৪৬। ১২২টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে। এদিন পরীক্ষা হয়েছে ৫৫০১২ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ৩.৩৪ শতাংশ। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৫৬, ২৩৪ জনের।
এখনও সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায় (ব্রাকেটে আগের দিনের পরিসংখ্যান)
আক্রান্তের হার উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু বেশিই। তারপরেই রয়েছে কলকাতা। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৭, ৬৬১। এদিন ১৯১ (১৭৬) জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩,১৫, ৫৬০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৬(২২৯) জন। দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৮৩ (১৭২) এবং ১৮০ (১৭৫)। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১৩ (১১০) ও ১১৫ (১১৮) জন।