সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের মহামারী ত্রাণবৃদ্ধির খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সামাজিক মাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে টুইট করে জানানো হল, কেন্দ্র কোনও আদেশ জারি করছিন ডিএ ও ডিআর নিয়ে।
গত বছরের এপ্রিলে কোভিড-১৯ মহামারীজনিত কারণে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ৫০ লক্ষ কর্মচারী এবং ৬১ লক্ষ পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা বৃদ্ধি বন্ধ রেখেছিল অর্থমন্ত্রক। কোভিড ১৯ মহামারীজনিত সঙ্কটের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় সরকার কর্মীদের প্রাপ্য ডিএ ও পেনশনভোগীদের ডিআর প্রদান করা হবে না।
টিকাকরণ কর্মসূচীকে প্রশস্ত করতে যুক্ত করা হোক স্বেচ্ছাসেবী সংস্থাদের, প্রস্তাব নরেন্দ্র মোদীর
২০২০ সালের ১ জুলাই এবং ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ডিএ ও ডিআরের অতিরিক্ত কিস্তিও পরিশোধ করা হবে না বলে ব্যয় অধিদফতর জানিয়েছিল। তবে বর্তমান হারে ডিএ এবং ডিআর প্রদান অব্যাহত থাকবে। অর্থাৎ ডিএ এবং ডিআর যেমন পাচ্ছেন কর্মী ও পেনশনভোগীরা পাবেন, কিন্তু তা বৃদ্ধি করা হবে না এখন।