বসিরহাট মহাকুমার হাড়োয়া থানা হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখাল পল্লী সহ আশেপাশের আটঘরা পিলখানা পাইকপাড়া সহ হাড়োয়া শহরে ৪০,জনেরও বেশি মানুষকে কুকুরে কামড় দিয়েছে। ইতিমধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে হাড়োয়ায়।
বিশেষ করে বাচ্চাদের কে বেশি করে কামড় দিয়েছে কুকুর ইতিমধ্যে তাদেরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে আজ যেহেতু রবিবার কুকুরে কামড়ানো ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় তাই আগামীকাল সোমবার সকাল ১০ টা থেকেই সকলকেই ভ্যাকসিন দেয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। গ্রামবাসীদের দাবি বনদপ্তর অবিলম্বে পাগলা দুটি কুকুরকে ধরে নিয়ে যাক এলাকা থেকে সমস্ত ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাড়োয়া গ্রাম এবং শহরজুড়ে। শনিবার বিকাল সন্ধ্যা এবং রাত্রি এবং রবিবার সকাল ১১,টা পর্যন্ত ৪০, জনেরও বেশি মানুষকে কুকুরে কামড় দিয়েছে।