তিরন্দাজি বিশ্বকাপের কম্পাউন্ড ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতলেন ভারতের অভিষেক ভার্মা। প্যারিসে হওয়া ওই বিশ্বকাপের স্টেজ থ্রি মোকাবিলার হাড্ডাহাড্ডি ম্যাচে আমেরিকার ক্রিস স্কাফকে হারিয়েছেন অভিষেক। দুই প্রতিযোগীর মধ্যে মাত্র ২ পয়েন্টের পার্থক্য ছিল। ফলে এই সাফল্যকে উল্লেখযোগ্য হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।
এর আগে তিরন্দাজি বিশ্বকাপের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে একটি রূপো একটি ব্রোজ্ঞ জিতেছিলেন অভিষেক। একই বিভাগের মিক্সড ইভেন্টেও রূপো জিতেছিলেন ভারতীয় তিরন্দাজের। ২০১৪ সালের এশিয়ান গেমসে সোনা জেতা অভিষেক এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকেও ৬টি সোনা জিতেছেন। এহেন হাই-প্রোফাইল তিরন্দাজ বিশ্বকাপ থেকে সোনা এনে দেশকে গর্বিত করেছেন।
যদিও মোকবিলার শুরু থেকে পাল্লা ভারী থাকে বিশ্বের পাঁচ নম্বর তিরন্দাজ, আমেরিকার ক্রিস স্কাফের। তবে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে আসেন ৯ নম্বর ক্রমতালিকার অভিষেক ভার্মা। পিছিয়ে থাকা অবস্থা থেকে কেবল এগিয়ে যাওয়া নয়, চ্যাম্পিয়ন হয়ে শেষ করেন ভারতীয় তারকা। যে সাফল্যে গর্বিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই থেকে দেশের ক্রীড়া মহল।
Compound #archer @archer_abhishek won his first individual World Cup 🥇 as he emerged victorious at the Archery World Cup Stage 3 in Paris after beating USA’s Kris Schaff in a shoot-off.
— SAIMedia (@Media_SAI) June 26, 2021
Many congratulations! #IndianSports pic.twitter.com/vgCbJQw97C
উল্লেখ্য গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত হওয়া টোকিও গেমসের যোগ্যতা অর্জন পর্বের লড়াই ব্যর্থ হন ভারতের মহিলা তিরন্দাজের দল। প্রতিযোগিতার রাউন্ড অফ সিক্সটিনে কলম্বিয়ার বিরুদ্ধে ০-৬ পয়েন্টে হেরে যায় ভারতীয় দল। অভিষেক ভার্মার জয়ে ভারতীয় ক্রীড়া প্রেমীদের মনে থেকে সেই হতাশা কিছুটা হলেও যে ঘুঁচেছে, তা বলা যায়। ওই বিশ্বকাপেরই ব্যক্তিগত ও মিক্সড রিকার্ভ ইভেন্ট থেকে আরও তিনটি পদক জিততে পারে ভারত। সোনা জয়ের হ্যাটট্রিক করার মুখে দাঁড়িয়ে ভারতের দীপিকা কুমারি।