অসুস্থ মিমি
গতকাল রাত েথকেই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ সকাল থেকে অসুস্থতা আরও বাড়ে। সূত্রের খবর অসহ্য পেটে যন্ত্রণা, তার সঙ্গে ডিহাইড্রেশন শুরু হয়েছে অভিনেত্রীর। রক্তচাপও কমে গিয়েছে। মিমির আগে থেকেই লিভার ও গলব্লাডারের সমস্যা রয়েছে। ভুয়ো টিকা নেওয়ার পর থেকেই মানসিক চাপে ছিলেন মিমি।
মিমির ভিডিও বার্তা
গতকালই অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী ভিডিও বার্তায় আস্বস্ত করেছিলেন ভুয়ো টিকা ক্যাম্পে যাঁরা ভুয়ো টিকা নিয়েছিলেন। তিনি বলেছিলেন ভয় পাবেন না পুরসভার সঙ্গে যোগাযোগ রাখুন। ইনজেকশনে বিষাক্ত কিছু ছিল না। দেবাঞ্জনের কসবার ক্যাম্প থেকে উদ্ধার হওয়া করোনার ভুয়ো টিকা ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। জলের সঙ্গে পাউডার মিশিয়ে ভুয়ো টিকা তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে পুরসভা।
পুরসভার হেলথ ক্যাম্প
ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জনের ভুটো টিকা করণ কেন্দ্রে যাঁরা টিকা নিয়েছিলেন তাঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করবে পুরসভা। আজই কসবা এবং সিটি কলেজে বিশেষ ক্যাম্প করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। সেখানে সকলকে যোগাযোগ করতে বলা হয়েছে। কসবা কাণ্ড নিয়ে তৎপর কলকাতা পুলিশও। দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চলেছে কলকাতা পুলিশ।
মমতার কড়া নির্দেশ
দেবাঞ্জনের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয় তার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে দেবাঞ্জনের দষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা করা। কলকাতা পুরসভার কেউ যদি এই কাণ্ডে জড়িত থাকে তাহলেও কড়া পদক্ষেপ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।