Proud moment: ৪৫ কিমি দূরে থাকা 'শত্রু'কে আঘাত করল দেশীয় প্রযুক্তিতে তৈরি ২৫ টি মিসাইল
কার্যত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তান। বিশেষ করে লাদাখ সীমান্তে লাগাতার উস্কানি চলছে চিনের। গত কয়েকদিন আগেই ভারতীয় সীমান্ত ঘেষে একের পর এক যুদ্ধবিমান ওড়ায় চিনের এয়ারফোর্স। এই অবস্থায় আরও অত্যাধুনিক পিনাকা রকেটের পরীক্ষা চালাল ভারত।

মাল্টি বারেল রকেট লঞ্চার থেকে অত্যাধুনিক এই পিনাকা রকেটগুলি সফল পরীক্ষা করা হয়েছে। নতুন করে পিনাকা রকেটগুলিকে আরও অত্যাধুনিক করা হয়েছে। বাড়ানো হয়েছে রেঞ্জও।
নতুন যে পিনাকা রকেটগুলির পরীক্ষা করা হয়েছে সেগুলি ভারতীয় ভুখন্ড থেকে ৪৫ কিমি দূরে থাকা শত্রুকে ধ্বংস করে দিতে পারবে।
ক্ষমতায় আসার পর থেকে দেশের সমরাস্ত্র ভান্ডারে একের পর এক যুদ্ধাস্ত্র মজুত করার সঙ্কল্প নেয় মোদী সরকার। তবে বিদেশ থেকে নয়, মেক ইন ইন্ডিয়াতে ভারতীয় সংস্থার সঙ্গে জোট বেঁধে তৈরি করতে হবে যুদ্ধাস্ত্র।
আর সেভাবেই একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরির কাজ চলছে। যার মধ্যে একটি পিনাকা রকেটের রেঞ্জ বাড়ানো। মেক ইন্ডিয়াতে ভারতীয় সেনার হাতে থাকা পিনাকা রকেটগুলির আরও রেঞ্জ বাড়ানো হয়েছে। নিঃসন্দেহে এটি ভারতীয়দের জন্যে গর্বের খবর।
এই সমস্ত রকেটগুলি Integrated Test Range থেকে পরীক্ষা করা হয়েছে। ওডিশার চাঁদিপুর রেঞ্জ থেকে ২৫টি বিভিন্ন রেঞ্জের রকেট ছোঁড়া হয় কল্পিত শত্রুঘাঁটি লক্ষ্য করে।
জানা গিয়েছে, সফল ভাবে প্রত্যেক রকে-ই পরিকল্পিত শত্রুকে আঘাত করেছে। এবিং মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে।
এই সমস্ত রকেট দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। পুনের Armament Research and Development Establishment-এর সঙ্গে যৌথভাবে High Energy Materials Research Laboratory পিনাকা রকেটগুলিকে আরও উন্নত করা যায় কীভাবে তা নিয়ে কাজ চালাচ্ছে।
এছাড়াও আরও বেশ কয়েকটি সংস্থা এই কাজে সাহায্য করছে। মূলত পিকানার রেঞ্জ আরও যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে গবেষকরা এই মুহূর্তে কাজ চালাচ্ছে।
ভগবান শিবের হরধনু পিনাকের নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয়। দীর্ঘদিন আগে ভারতীয় সেনাবাহিনীতে এই রকেট যুক্ত করা হয়েছে। ২০১৪ সালে প্রত্যেক বছর ৫০০০ এই মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।
একদিকে যখন যুদ্ধকালীন তুরপরতায় এই মিসাইল তৈরির কাজ চলছে অন্যদিকে আরও কীভাবে এটিকে অত্যাধুনিক করা যায় টা নিয়েও প্রতি মুহূর্তে গবেষণা চালানো হচ্ছে।