চোট পেলেন হিমা দাস। এর জেরে আগামী টোকিও অলিম্পিকে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে গেমস থেকে সোনা জিতে আনতে পারলে রাজ্যের অ্যাথলিটদের তিন কোটি টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমএকে স্ট্যালিন। প্রশংসীত হয়েছে তাঁর এই পদক্ষেপ।
শনিবার পাতিয়ালায় জতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হিটে দৌড়তে গিয়ে হিমা দাসের পায়ের পেশীর পুরনো যন্ত্রণা ফের চাগার দিয়ে ওঠে। সেই অবস্থায় তৃতীয় হয়ে ওই ইভেন্ট শেষ করেন অসমের অ্যাথলিট। সময় নেন ১২.০১ সেকেন্ড। আজ সন্ধ্যাতেই ইভেন্টের ফাইনাল হওয়ার কথা। তাতে হিমা অংশ নিতে পারবেন কিনা, সে ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হিমা দাসের চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে মহিলা অ্যাথলিটের সুস্থতা নিয়ে আশা প্রকাশও করা হয়েছে। হিমার চোট গুরুতর হলে টোকিও অলিম্পিকমুখী ভারতের ৪x১০০ মিটার মহিলা রিলে দলের জন্য ধাক্কা হতে চলেছে। কারণ এর ওপর অনেক কিছুই নির্ভর করছে। পাতিয়ালায় চলতে থাকা ২০০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট থেকে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন হিমা দাস। একশো মিটারের ফাইনাল ও ৪x১০০ মিটারের মহিলা রিলে ইভেন্টে অংশ নিতে না পারলে অসমের অ্যাথলিটের টোকিও যাওয়া হবে না। একই সঙ্গে ধুয়ে যাবে দ্যুতি চাঁদের অলিম্পিকে খেলার আশা। কারণ সব ইভেন্টে ব্যর্থ হওয়ার পর এই রিলেকেই পাখির চোখ করেছেন ওড়িশার অ্যাথলিটও।
Fastest Four of #IndianAthletics @HimaDas8-Dhanalakshmi-Archana & @DuteeChand
— Athletics Federation of India (@afiindia) June 26, 2021
We hope Hima Das recovers ASAP 🤞🏼 after muscle pull during 100m heats this morning at Inter-State meet. pic.twitter.com/T7MBTOtTWS
অন্যদিকে টোকিও অলিম্পিক যত কাছে আসছে, তত মানুষের স্বপ্ন ও আকাঙ্খার পরিধিও বাড়ছে। এহেন আবহে গা ভাসিয়ে টোকিওগামী রাজ্যের অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শনিবার তিনি ঘোষণা করেছেন যে রাজ্যের যে অ্যাথলিট অলিম্পক থেকে সোনা আনতে পারবেন, তাঁকে বা তাঁদের তিন কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। রূপো এবং ব্রোঞ্জ পদক জিততে পারলে যথাক্রমে ২ ও ১ কোটি টাকা পুরস্কার পাবেন তামিলনাড়ুর অ্যাথলিটরা।