উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৮ জুন সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়া আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ জুন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গের মতোই সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল (২৬)
বালুরঘাট (২৭.৬)
বাঁকুড়া (২৬.৫)
ব্যারাকপুর (২৭.৮)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৫)
ক্যানিং (২৭.৪)
কোচবিহার (২৬.৮)
দার্জিলিং (১৬.২)
দিঘা (২৫.৫)
কলকাতা (২৮)
মালদহ (২৭.৮)
পানাগড় (২৭.৯)
পুরুলিয়া (২৫.৫)
শিলিগুড়ি (২৫.৫)
শ্রীনিকেতন (২৭.২)
সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়েই একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ ওড়িশা এবং উপকূল অন্ধ্রপ্রদেসের ওপরে বিস্তৃত রয়েছে।
ভারী বৃষ্টি ও প্রবল বজ্রপাতের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শুধু ঝাড়খণ্ডেই নয়, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, পূর্ব মধ্য প্রদেশেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়াও শক্তিশালী দক্ষিণ পশ্চিম বায়ুর কারণে উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি হতে পারে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী ৩ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।