পাকিস্তান ধূসর তালিকাতেই রয়ে গেল, সন্ত্রাসবাদ ইস্যুতে সিদ্ধান্ত জাতিসংঘ মনোনীত এফএটিএফের

পাকিস্তানকে ধূসর তালিকাযতেই রেখে দিল জাতিসংঘ মনোনীত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। শুক্রবার জাতিসংঘের মনোনীত এফএটিএফ পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার কারণ হিসেবে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের এবং কমান্ডারদের যথাযথভাবে তদন্ত ও বিচার করতে ব্যর্থ পাকিস্তান।

জার্মান প্রেসিডেন্সি অফ মার্কাস প্লাইয়ের অধীনে পাঁচ দিনের ভার্চুয়াল প্লেনারি সভার সমাপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে এফএটিএফ উল্লেখ করেছে যে, ২০১৮ সাল থেকেই ধূসর তালিকায় রাখা হয়েছে পাকিস্তানকে। ধূসর তালিকার অধীনস্থ দেশগুলির মতোই মানি লন্ডারিং ও সন্ত্রাস মোকাবিলায় কোনও কর্মপরিকল্পনাই যথাযত পালন করতে ব্যর্থ পাকিস্তান।

এফএটিএফ পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান নিতে পরামর্শ দেয়। সন্ত্রাসবাদ নিয়ে অগ্রগতি অব্যাহত রাখতে উৎসাহিত করে। জাতিসংঘের মনোনীত সন্ত্রাসী গোষ্ঠীর সিনিয়র নেতাদের এবং কমান্ডারকে উল্লেখ করে পাকিস্তানকে বার্তা দেয় এফএটিএফ। পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে, তারা অতীতে আটটি সন্ত্রাসী গ্রুপের নেতা ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের পরিকল্পনা করেছে। কিন্তু তার কোনও অগ্রগতি নেই।

More PAKISTAN News  

Read more about:
English summary
Pakistan remains on gray list according to the Financial Action Task Force of United Nation.