জাপানে বিক্ষোভ তীব্র
করোনা ভাইরাসের আবহে টোকিওয় অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে সেই শুরু থেকে। সম্প্রতি সেই বিক্ষোভ চরম আকার নিয়েছে। গেমস শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এবার রাস্তায় নেমে পড়েছেন অলিম্পিক বিরোধী জাপানি নাগরিকরা। টোকিওর মেট্রো থেকে শুরু মেট্রোপলিটন বিল্ডিং ও গেমসের উদ্যোক্তদের দফতরের বাইরে ধরনায় বসেছেন বিক্ষোভকারীরা। 'No Olympics', 'No Olympics anywhere' শীর্ষক নানা পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে তাতে সামিল হয়েছেন বহু মানুষ।
জাপানের প্রধানমন্ত্রীর কাছে দরবার
করোনা ভাইরাসের আবহে টোকিওয় অলিম্পিকের আসর বসানো হলে সংক্রমণ বাড়বে আশঙ্কায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার দ্বারস্থ হয়েছেন সে দেশের ডাক্তাররা। গেমস বন্ধ করে দেওয়ার জন্য ডাক্তারদের সংগঠনের তরফে সুগাকে চিঠিও লেখা হয়েছে। অতিমারী পরিস্থিতিতে অলিম্পিক বন্ধের পক্ষে মত দিয়েছে গেমসের অন্যতম বিনিয়োগকারী সংস্থাও। একই দাবিতে এবার রাস্তায় নেমে এলেন জাপানি নাগরিকদের একাংশ।
স্বেচ্ছাসেবকদের টিকা
বাড়তে থাকা বিক্ষোভের মধ্যে টোকিও অলিম্পিক উদ্যোক্তাদের হাতের পাঁচ একমাত্র গণ টিকাকরণ। করোনা ভাইরাসের আতঙ্কে ইতিমধ্যে আশির মধ্যে ১০ দশ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব থেকে সরে গিয়েছেন। বাকি ৭০ হাজার স্বেচ্ছাসেবকের গণ টিকাকরণ শীঘ্র সম্পন্ন হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকে কোভিড ১৯ টিকা নিয়ে নিয়েছেন বলেও খবর।
টোকিও অলিম্পিক
২০২০ সালে টোকিওয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য তা এক বছরের জন্য স্থগিত হয়ে যায়। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। সেই মতো প্রস্তুতি সারছেন সব দেশের অ্যাথিলটরা।