গত ২৩ জুন সাউদাম্পনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই হারের ধাক্কা সামলে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলিরা। সেই আবহে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের সূচি সম্পর্কে একটা আভাস পাওয়া গেল। ভারতকে দিয়েই শুরু হচ্ছে যার অভিযান।
আইসিসি এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তার আগে ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে এ সংক্রান্ত এক আভাস পাওয়া গিয়েছে। সে অনুযায়ী প্রতিযোগিতার অধীনে ভারতকে মোট ৬টি টেস্ট সিরিজ খেলতে হবে। যার মধ্যে দুটি দেশের মাটিতে এবং চারটি সিরিজ বিদেশে খেলবেন বিরাট কোহলিরা। কী বলছে সেই সূচি, তা একবার দেখে নেওয়া যাক।
আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে। আগামী ৪ অগাস্ট নটিংহ্যামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে। লর্ডসে ১২ অগাস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২৫ অগাস্ট লিডসে দুই দেশের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। দ্য ওভালে ২ সেপ্টেম্বর থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ শুরু হবে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হবে খেলা।
দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ২০২১ সালের নভেম্বরে ভারতে ২টি টেস্ট খেলবেন কেন উইলিয়ামসনরা। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে তিনটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এরপর ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে তিনটি টেস্ট খেলা হবে। টুর্নামেন্টে নিজেদের শেষ টেস্ট সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাটিতে খেলবেন বিরাট কোহলিরা। দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচ হবে বলে খবর। তার আগে ২০২২ সালের মাঝামাঝি সময়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি হবে বলে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে আইসিসি-র আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।