মমতা-মুকুলকে একই বন্ধনীতে রেখে নিশানা, পিএসির চেয়ারম্যান বিতর্কে বাণ হানলেন তথাগত

মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। তিনি শুক্রবার টুইটে নিশানায় মুকুল রায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনার কথা জানিয়ে নিন্দায় মুখর হয়েছেন। তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেযারম্যান পদে মুকুলকে বসাতে ষড়যন্ত্র করা হয়েছে।

মুকুল রায়ের মনোনয়ন জমা পিএসি-তে

মুকুল রায়কে বিজেপির বিধায়ক হিসেবে রেখে দিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুকুল রায় মনোনয়ন জমাও দিয়েছেন ওই পদে। বিধানসভার স্পিকার তা গ্রহণও করেছেন। এবার কমিটির চেয়ারম্যান কে নির্বাচিত হন, তার অপেক্ষা।

মুকুলকে টুইট-বাণ তথাগত রায়ের

মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে মরিয়া তৃণমূল, তা বোঝাই যাচ্ছে তাঁদের পদক্ষেপে। এ বিষয়েই টুইট করে তথাগত রায় জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে জিতে বিজেপির বিধায়ক হয়েছেন মুকুল রায়। বিধানসভার রেকর্ডে তিনি এখনও বিজেপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। যদিও বর্তমানে তিনি এখন তৃণমূলে গিয়েছেন।

মমতা-মুকুলকে নিশানা বিজেপি নেতার

তথাগত রায় টুইটারে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হবেন। প্রচলিতভাবে এই চেয়ারম্যান পদটি বিরোধী সদস্যরা পেয়ে থাকেন। মমতা-মুকুলকে একযোগে কটাক্ষ করে তিনি বলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে দিয়ে ওই পদই নিজেদের দখলে রাখতে পরিকল্পনা করেছেন।

মুকুলের মনোনয়নে ভোটাভুটির সম্ভাবনা

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধীদের মধ্যে কাউকে করা হয়ে থাকে। মুকুল রায় খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও, তিনি এখন তৃণমূলে। তাই ওই পদটি নৈতিকভাবে তাঁর পাওয়া উচিত নয়। বিজেপি এর বিরোধিতা করছে কোমর বেঁধেই। মুকুলের মনোনয়নের পর তৈরি হয়েছে ভোটাভুটির সম্ভাবনাও।

More TATHAGATA ROY News  

Read more about:
English summary
Tathagata Roy takes on Mamata Banerjee and Mukul Roy on PAC chairman issue
Story first published: Friday, June 25, 2021, 19:17 [IST]