ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
কয়েকদিন আগেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে সাব হিমালয় এলাকায় একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। এরমধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমে প্রবল বর্ষণ দেখা দিয়েছে। জানা গিয়েছে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত দেখা যেতে পারে। বৃষ্টির ঘনঘটা থাকবে উত্তরপ্রদেশের পূর্বাংশে, ঝাড়খণ্ডে। ছত্তিশগড়ে শুক্রবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিহারেও রয়েছে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস।
মৌসুমী অক্ষরেখার অবস্থান
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পাঞ্জাব থেকে, হরিয়ানা,পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর ঝাড়খণ্ডের ওপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও রয়েছে। এদিকে, একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকা দিয়ে, আরেকটি ঝডা়খণ্ড ও ছত্তিশগড় হয়ে গুজরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও আরব সাগরের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব রাজস্থানের মাথাতেও রয়েছে ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে ক্রমাগত ঘূর্ণাবর্ত দাপট বাড়াচ্ছে দেশের বিভিন্ন অংশে।
উত্তরবঙ্গে বৃষ্টিপাত
উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২৬ জুন শনিবার সকাল পর্যন্ত যে পূর্বাভাস আবহাওয়া দফতর দিয়েছে, তাতে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
২৫ জুন শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। শনিবার সকাল পর্যন্তও পরিস্থিতি একই থাকতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮.০ ডিগ্রি তাপমাত্রা। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা।