কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড
কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালিয়েিছলেন দেবাঞ্জন দেব নামেএক ব্যক্তি। নিজেকে আইএএ অফিসার বলে দাবি করেছিলেন। কলকাতা পুরসভার যুক্ত সচিব দাবি করে সেখানে ভুয়ো করোনা ভ্যাকসিন ক্যাম্প চালিয়েছিলেন তিনি। তাতে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও টিকা নিয়েছিলেন। তাঁর সঙ্গে কসবা এলাকার একাধিক ব্যক্তি করোনা টিকা নিয়েছিলেন।
করোনা ভ্যাকসিনের বদলে অন্য ইনজেকশন
কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড কোনওটাই দেওয়া হয়নি। জলে পাউডার মিশিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল। মেহেতা বিল্ডিং থেকে সেই ইনজেকশন কিনেছিলেন দেবাঞ্জন। পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটা করোনা ভ্যাকসিন নয়। কসবার অফিস থেকে যে ভায়াল গুলি পাওয়া গিয়েছে সেগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ফরেন্সিক টিম পরীক্ষা করে দেখছে। ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠানো হয়েছে ভায়ালের নমুনা।
আতঙ্কে টিকা গ্রহীতারা
ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে যাঁরা টিকা নিয়েছিলেন তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছে। ১৮ থেকে ৮০ সব বয়সের মানুষই সেখানে টিকা নিয়েছিলেন। কোনইনজেকশন তাঁদের শরীরে গিয়েছে তাই নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা।অনেকেই এই নিয়ে চিকিৎসকের কাছে ছুটেছেন। অনেকেই বলছেন তাঁদের শরীরে সমস্যা তৈরি হয়েছে।
মিমির ভিডিও বার্তা
ভুয়ো টিকা নিয়ে আতঙ্কে রয়েছেন মানুষ। তাঁদের আস্বস্ত করে মিমি চক্রবর্তী বলেছেন আতঙ্কিত হবেন না। বিষাক্ত কিছু শরীরে যায়নি। নাহলে আগেই রিঅ্যাকশন শুরু হত। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইনজেকশন। যাঁরা ভুয়ো টিকা ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন তাঁরা সকলেই যোগাযোগ রাখুন কলকাতা পুরসভার সঙ্গে।