নিরপেক্ষ কিউরেটর
জিমি অমরনাথ বলেন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্র থেকে নিরপেক্ষ কিউরেটর রাখা উচিত। ভালো উইকেটে খেলা হোক। তাহলেই কোথায় তুমি খেলছো সেটা বড় বিষয় হবে না। অনেক নিরপেক্ষও হবে খেলা। যে অল্প সময়ে সাউদাম্পটনের ফাইনাল শেষ হল কিংবা আমেদাবাদ ভারত ও ইংল্যান্ডের দিন-রাতের টেস্ট দুই দিনে শেষ হল, তা মোটেই টেস্ট ক্রিকেটের ভালো বিজ্ঞাপন হতে পারে না বলেই মত অমরনাথের। আইসিসি ইভেন্টের ফাইনালে অমরনাথের ৩ উইকেট নেওয়ার রেকর্ড প্রায় ৩৮ বছর পর এসে সাউদাম্পটনে চার উইকেট নিয়ে ভেঙেছেন মহম্মদ শামি।
প্যানেল তৈরির দাবি
নিরপেক্ষ কিউরেটদের প্যানেল তৈরি করতে আইসিসি-কে পরামর্শ দিয়ে অমরনাথ বলেন, ক্রিকেটে ম্যাচ পরিচালনার জন্য যেমন নিরপেক্ষ আম্পায়ারদের প্যানেল রয়েছে, তেমনই প্যানেল তৈরি হোক নিরপেক্ষ কিউরেটরদের রেখে। আইসিসি-র নির্দেশিকা মেনে টেস্ট যাতে পাঁচ দিনই খেলার মতো হয় সেটা নিশ্চিত করতেই কাজ করবেন ওই কিউরেটররা।
যুগ্ম চ্যাম্পিয়ন বাতিল
বৃষ্টিতে ভেস্তে গেলে, ড্র বা টাই হলে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করতে হতো আইসিসি-কে। পরের চক্র থেকে এই নিয়মেও বদল চান অমরনাথ। তিনি বলেন, কোনও খেলাতেই ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন কাম্য নয়। একটাই হোক বা তিন ম্যাচের ফাইনাল হোক, একটা দলকেই যাতে চ্যাম্পিয়ন ঘোষণা করা যায় তা নিশ্চিত করতে পদক্ষেপ করতে হবে আইসিসি-কেই। ফাইনাল যাতে সম্পূর্ণ হয় সেটাই নিশ্চিত করতে হবে।
অল-রাউন্ডার নিয়ে
ভারতীয় দলে স্পিন বোলিং অল-রাউন্ডারের অভাব না থাকলেও জোরে বোলিং করতে পারেন এমন হার্দিক পাণ্ডিয়া বাদে আর ভালো কেউ নেই ভারতীয় দলে। হার্দিকও চোটের কারণে নিয়মিত বোলিং করতে পারছেন না। কীভাবে ভালো মানের অল-রাউন্ডার ভারত পেতে পারে সে ব্যাপারে দেশের অন্যতম সফল প্রাক্তন অল-রাউন্ডার অমরনাথ বলেন, বললেই যে তা মিলবে এটা নয় ব্যাপারটা। এক দশক বা ২০ বছরে একবার ভালো মানের অল-রাউন্ডার আসেন। আমি নিশ্চিত তেমন ভালো মানের কেউ আসবেন এবং আসবেন টেস্ট ক্রিকেট থেকেই।