৫০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট রয়েছে বঙ্গেও, উদ্বেগের ৮ রাজ্যের তালিকায় বাংলা

৫০ শতাংশের বেশি ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রয়েছে এমন ৮ রাজ্যের নাম জানাল ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। কয়েকদিন আগেই মুখ্যসচিব জেলা প্রশাসকদের নিয়ে করেনা মোকাবিলায় বিশেষ নির্দেশ দিয়েছিল। তাতে কন্টেইনমেন্ট জোন করে করেনা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল। এই তথ্য প্রকাশ্যে আসতেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হদিশ নিয়ে জল্পনা সত্যি হয়েছে।

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে

করোনা সেকেন্ড ওয়েভের ধাক্কা কমে এলেও ফের বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার করেনাার দৈনিক গ্রাফ জানাচ্ছে ৫১ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন মানুষ। করোনার থার্ড ওয়েভ অগস্টেই আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তোড়জোর শুরু করে দিয়েছে কেন্দ্র।

৮ রাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে ৮ রাজ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এই ৮ রাজ্যে ৫০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা। দেশে মোট ৫০ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তার মধ্যে ২ জন মারা গিেয়ছেন মধ্য প্রদেশে। তাঁদের করোনা টিকা নেওয়া ছিল না বলে জানিয়েছেন।

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মোকাবিলায় কোন ভ্যাকসিন

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই দেশে করোনার তৃতীয় তরঙ্গ নিয়ে আসবে বলে জানিয়েছেন গবেষকরা। তাই টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্রষ আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ জানিয়েছেন কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটোই করোনার আলফা বিটা, গামা এবং েডল্টা ভ্যারিয়েন্টের মোকাবিলা করতে সক্ষম। ১২টি দেশে ডেল্টা প্লাস ভ্যারিেয়ন্টের সন্ধান মিলেছে তার মধ্যে ভারতও রয়েছে।

ভ্যাকসিন নিয়ে গাইডলাইন

করোনার তৃতীয় তরঙ্গ আসার আগে করোনা িটকাকরণে লক্ষ্যমাত্রা বাড়াতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই অন্তঃসত্ত্বাদেরও করোনা টিকাকরণের অনুমতি দেওয়া হয়েছে। উল্টে তাতে তাঁরা আরও সুরক্ষিত থাকবেন বলে আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে। জুলাই মাসে দিনে ১ কোটি টিকাকরণে লক্ষ্য মাত্রা নিয়ে এগোচ্ছে কেন্দ্র।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Corona virus Delta varient infected 50 percent in 8 states including West Bengal
Story first published: Friday, June 25, 2021, 18:23 [IST]