শহরে না থেকেও নয়না-সুদীপের নাম ভাঙিয়ে মূর্তি উন্মোচন! দেবাঞ্জনের সঙ্গে ছবি নিয়ে মুখ খুললেন শান্তনু সেন

অহরহ প্রভাবশালীদের সঙ্গে ওঠা-বসা! কখনও ফিরহাদ হাকিম, কখনও সুব্রত মুখোপাধ্যায়, কখনও শান্তনু সেন আবার কখনও দেবাশিস কুমারের সঙ্গে প্রতারক দেবাঞ্জন দেবের উপস্থিতি। একেবারের পাশাপাশি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই সমস্ত ছবি। যা থেকে পরিষ্কার দীর্ঘদিন ধরেই দেবাঞ্জন ঘুরে বেরিয়েছেন ক্ষমতার অলিন্দে।

প্রভাবশালীদের সঙ্গে থেকেই সে সাজিয়েছেন প্রতারণার ছক। আর সেই সমস্ত ছবিকে ব্যবহার করে দিনের পর দিন মানুষের সঙ্গে প্রতারণা করে গিয়েছে। শুধু তাই নয়, বাজার থেকে তুলেছেন লক্ষ লক্ষ টাকা।

নয়না-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে মূর্তি উন্মোচন!

একের পর এক কেলেঙ্কারি। কখনও কাউকে বুঝতেই দেননি যে তিনি একজন ছদ্যবেশী! তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে দেবাঞ্জনের নাম ঘিরে চরম বিতর্ক। যদিও সেই নাম ইতিমধ্যে কালো করে দেওয় হয়েছে। তালতলার ত্রিপুরা শঙ্করসেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারে মাঝে মধ্যে যাতায়াত করতেন দেবাঞ্জন। জানা যায়, ২৬ ফেব্রুয়ারি তালতলায় ৫৩ নম্বর ওয়ার্ডে শীতলামন্দিরের কাছে কবিগুরুর মূর্তির উন্মোচনের সমস্ত দায়িত্ব নেয় দেবাঞ্জন। এমনকি যে ফলক ছাপানো হয়েছে তাতে বলা হয়েছে সুদীপ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এই ফলক উন্মোচন করা হয়েছে!

কিন্তু এমন কোনও ফলক উন্মোচন নাকি করেননি নয়না

এই খবর প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, এই সময় তাঁরা কলকাতাতে ছিলেন না। ভুয়ো ভাবে নাম ব্যবহার করা হয়েছে। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালেই তালতলার ত্রিপুরা শঙ্করসেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারে যান পুলিশ আধিকারিকরা। দেবাঞ্জনের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। কীভাবে সম্পর্ক। কোনও টাকা পয়সা নিয়েছে কিনা এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়

মুচি পাড়া থানায় অভিযোগ শান্তনু সেনের

ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে মুচি পাড়া থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তনু সেনের সঙ্গে একাধিক ছবি দেবাঞ্জনের ফেসবুকে ভাইরাল। তাঁর সঙ্গে কীর্তিমানের কি সম্পর্ক টা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এই অবস্থায় মুখ খুলেছেন শান্তনু সেন। তিনি জানিয়েছেন, করোনার সময় বিভিন্ন সংস্থার তরফে আইএমএকে মাস্ক, স্যানিটাইজার দিয়ে সাহায্য করা হয়েছিল। এক্ষেত্রেও তাই হয়েছিল। আইএম‌এ-এর রাজ্য সম্পাদক হিসাবে সেই সাহায্য নিয়েছিলাম। আর তখন যদি কেউ ছবি তোলে এক্ষেত্রে কি করার আছে আমার। অন্যদিকে পুলিশের কাছে শান্তনু সেনের দাবি, সর্ব ভারতীয় ডাক্তারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি।

অভিযোগ দায়ের করেছেন লাভলি মিত্র!

অন্যদিকে তাঁর সঙ্গেও প্রতারণা করা হয়েছে। দেবাঞ্জনকে তিনি চিনতেন না। এলাকার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ বিধায়ক লাভলি মিত্র। দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনিও।

More TMC News  

Read more about:
English summary
ima and tmc mp santanu sen lodge fir complaint against debanjan-deb