সোনার দাম ফের হু হু করে নামছে, ২৫ জুন কলকাতায় দর একনজরে

সোনার দাম (Gold Price) ফের একবার নিম্নগামী ট্রেন্ডে এগিয়ে যাচ্ছে ভারতে। দেশের ঘরোয়া বাজারে এদিন ফের একবার নেমে গিয়েছে সোনার দাম। এদিন বেলা ১০:২০ মিনিচ নাগাদ দেখা গিয়েছে, সোনার দামের পতন। এদিকে, বিয়ের মরশুমে রুপো খানিকটা চাঙ্গা। এমন পরিস্থিতিতে কোন ধাতবে বিনিয়োগ করা যাবে, তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। একনজরে দেখা যাক, আজকের সোনা ও রুপোর দাম।

সোনার দাম

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬,৮৫৩ টাকা। এদিন ১০ গ্রামে সোনার দাম ০.০৪ শতাংশ পড়েছে। গতকালের চাঙ্গা হওয়ার পর ফের একবার সোনার দাম পড়ে যাওয়ায় রীতিমতো ধাক্কা খেয়েছে ঘরোয়া বাজার।

রুপোর দাম

বেশ কয়েকদিন হল রুপোর দাম খানিকটা নিম্নমুখী গতিতে এগোচ্ছে। কয়েক সপ্তাহ আগে পর্যন্তও যেখানে রুপোর দাম ৭০ হাজারের ঘরে ছিল, বর্তমানে তা বিয়ের মরশুমে ৬৭ হাজারের ঘরে। এদিন রুপোর দাম ১ কেজিতে ০.১০ শতাংশ বেড়েছে। ফলে রুপোর দাম ১ কেজিতে ৬৭,৭৯৯ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম

২৫ জুন কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৬৬০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,২১০ টাকা। ২৪ জুন কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৬৬০ টাকা হয়। কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়ায় ৪৯,২১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে চেন্নাইতে ৪৪,৩৫০ টাকা। ওই শহরে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৪০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৩০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৭,১৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,২৫০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

More GOLD News  

Read more about:
English summary
Gold Price today in India and Kolkata on 25 June, 2021 latest update in Bengali
Story first published: Friday, June 25, 2021, 15:14 [IST]