ডিলিমিটেশন কী?
ডিলিমিটেশন হল রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনগুলির সীমানা পরিবর্তন। জনসংখ্যার অনুপাত মেনে রাজ্যের বিধানসভায় কিছু নতুন আসন যুক্ত করা। দেশের ডিলিমিটেশন কমিশন একটি স্বাধীন সংস্থা৷ যার প্রধান হন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। এছাড়াও দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও যে রাজ্যটিতে ডিলিমিটেশন হবে সেটির নির্বাচন কমিশনার এবং রাজ্যের কিছু এমপি এই ডিলিমিটেশন কমিশনের সদস্য থাকেন। এই নিয়ম মেনেই জম্মু-কাশ্মীরের পাঁচজন এমপি এই ডিলিমিটেশন কমিশনে রয়েছেন।
শেষ কবে ডিলিমিটেশন হয়েছিল জম্মু-কাশ্মীরে?
১৯৮১-র আদমশুমারী অনুযায়ী ১৯৯৫ এ শেষবার জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন হয়ে বিধনসভার আসন সংখ্যা ৭৬ থেকে বেড়ে ৮৭ হয়৷ এরপর ১৯৯১ এ আদমশুমারী হয়নি জম্মু-কাশ্মীরে ২০০১-এ আদমশুমারী হলেও তখনকার জম্ম-কাশ্মীর বিধানসভা একটি রেজলিউশন পাশ করে ডিলিমিটেশনকে ২০২৬ পর্যন্ত সরিয়ে দেয়। তখন কাশ্মীরে কনস্টিটিউশন অফ জম্মু-কাশ্মীর রিপ্রেজেনটেশন অফ পিপল অ্যাক্ট-১৯৫৭ কার্যকর ছিল। মোদী সরকার ৩৭০ সরিয়ে এবার জম্ম-কাশ্মীর বিধানসভাকে নতুন করে সাজাতে চাইছে৷
বৃহস্পতিবারের মিটিংয়ে কী বলেছেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের কাশ্মীরি সর্বদলীয় মিটিংয়ে বলেন, 'জম্মু-কাশ্মীরে গণতন্ত্রের গোড়াপত্তন করতে আমরা দায়বদ্ধ। তাই অতি দ্রুত ডিলিমিটেশনের পথে হাঁটতে চাই আমরা। যাতে নির্বাচনের মাধ্যমে নিজেদের জন্য রাজ্য সরকার নির্বাচন করতে পারেন জম্মু-কাশ্মীরের মানুষ৷ এবং সেই সরকার জম্ম-কাশ্মীরের উন্নতিকল্পে কাজ করতে পারে৷'
কারা এর বিরোধিতা করছেন?
ন্যাসনাল কনফারেন্সের সাংসদ এবং ফারুখ আবদুল্লাহ এই ডিলিমিটেশন কমিশনের বৈঠকে যোগ দেননি৷ তাঁর বক্তব্য এটা ২০২৬ পর্যন্ত পিছনো হয়েছিল এখনই এর প্রয়োজন নেই৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরোধিতা করে এই বৈঠকে যোগদেননি ফারুখ আবদুল্লাহ।
ধনখড়কে সরাতে এবার কোমর কষল তৃণমূল, বিধানসভা রাজ্যপালকে অপসারণের প্রস্তাব পাসের তোড়জোর