৩৭০ এর পর এবার জম্মু-কাশ্মীরে 'ডিলিমিটেশন' করতে চলেছে মোদী সরকার

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরের ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন৷ রাজ্যটির স্পেশাল স্ট্যাটাস সরিয়ে দেওয়ার পর এবার রাজ্যে 'ডিলিমিটেশনের' পথে হাঁটতে চলেছে মোদী সরকার। এখন জম্মু-কাশ্মীরে ভারতীয় সংবিধানের শাসন রয়েছে তাই সংবিধান মেনেই ডিলিমিটেশনের পথে হাঁটতে চলেছে মোদী সরকার।

ডিলিমিটেশন কী?

ডিলিমিটেশন হল রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনগুলির সীমানা পরিবর্তন। জনসংখ্যার অনুপাত মেনে রাজ্যের বিধানসভায় কিছু নতুন আসন যুক্ত করা। দেশের ডিলিমিটেশন কমিশন একটি স্বাধীন সংস্থা৷ যার প্রধান হন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। এছাড়াও দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও যে রাজ্যটিতে ডিলিমিটেশন হবে সেটির নির্বাচন কমিশনার এবং রাজ্যের কিছু এমপি এই ডিলিমিটেশন কমিশনের সদস্য থাকেন। এই নিয়ম মেনেই জম্মু-কাশ্মীরের পাঁচজন এমপি এই ডিলিমিটেশন কমিশনে রয়েছেন।

শেষ কবে ডিলিমিটেশন হয়েছিল জম্মু-কাশ্মীরে?

১৯৮১-র আদমশুমারী অনুযায়ী ১৯৯৫ এ শেষবার জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন হয়ে বিধনসভার আসন সংখ্যা ৭৬ থেকে বেড়ে ৮৭ হয়৷ এরপর ১৯৯১ এ আদমশুমারী হয়নি জম্মু-কাশ্মীরে ২০০১-এ আদমশুমারী হলেও তখনকার জম্ম-কাশ্মীর বিধানসভা একটি রেজলিউশন পাশ করে ডিলিমিটেশনকে ২০২৬ পর্যন্ত সরিয়ে দেয়। তখন কাশ্মীরে কনস্টিটিউশন অফ জম্মু-কাশ্মীর রিপ্রেজেনটেশন অফ পিপল অ্যাক্ট-১৯৫৭ কার্যকর ছিল। মোদী সরকার ৩৭০ সরিয়ে এবার জম্ম-কাশ্মীর বিধানসভাকে নতুন করে সাজাতে চাইছে৷

বৃহস্পতিবারের মিটিংয়ে কী বলেছেন মোদী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের কাশ্মীরি সর্বদলীয় মিটিংয়ে বলেন, 'জম্মু-কাশ্মীরে গণতন্ত্রের গোড়াপত্তন করতে আমরা দায়বদ্ধ। তাই অতি দ্রুত ডিলিমিটেশনের পথে হাঁটতে চাই আমরা। যাতে নির্বাচনের মাধ্যমে নিজেদের জন্য রাজ্য সরকার নির্বাচন করতে পারেন জম্মু-কাশ্মীরের মানুষ৷ এবং সেই সরকার জম্ম-কাশ্মীরের উন্নতিকল্পে কাজ করতে পারে৷'

কারা এর বিরোধিতা করছেন?

ন্যাসনাল কনফারেন্সের সাংসদ এবং ফারুখ আবদুল্লাহ এই ডিলিমিটেশন কমিশনের বৈঠকে যোগ দেননি৷ তাঁর বক্তব্য এটা ২০২৬ পর্যন্ত পিছনো হয়েছিল এখনই এর প্রয়োজন নেই৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরোধিতা করে এই বৈঠকে যোগদেননি ফারুখ আবদুল্লাহ।

ধনখড়কে সরাতে এবার কোমর কষল তৃণমূল, বিধানসভা রাজ্যপালকে অপসারণের প্রস্তাব পাসের তোড়জোরধনখড়কে সরাতে এবার কোমর কষল তৃণমূল, বিধানসভা রাজ্যপালকে অপসারণের প্রস্তাব পাসের তোড়জোর

More ARTICLE 370 News  

Read more about:
English summary
After 370, this time the Modi government is going to do 'delimitation' in Jammu and Kashmir
Story first published: Friday, June 25, 2021, 12:26 [IST]