ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মাধ্যমে করোনার তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ডেল্টা প্লাস যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তা ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিল বা আইসিএমআরের মহাপরিচালক ডঃ বলরাম ভার্গব নিজেই জানিয়ে দিলেন। তিনি বলেন, ভারতে ইতিমধ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।
তিনি নিশ্চিত করেছেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি ১২টি দেশে রয়েছে এবং এখন পর্যন্ত ভারতে এই ভ্যারিয়েন্টের ৪৮ জন সংক্রমিতকে পাওয়া গিয়েছে। কেন্দ্রের মতে, মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংখ্যক ২০ জনের শরীরে রয়েছে। কেন্দ্র জানিয়েছে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট তামিলনাড়ুতে ৯টি, মধ্যপ্রদেশে ৭টি, কেরালায় ৩টি, পঞ্জাব ও গুজরাটে ২টি করে এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু ও কর্ণাটকে ১টি করে সংক্রমিত পাওয়া গেছে।
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি প্রথম ভারতে পাওয়া গিয়েছিল। এটি প্রচলিত ভাইরাসের বর্তমান রূপগুলির থেকে বেশি সংক্রমণযোগ্য। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক ডাঃ এসকে সিংহ জানিয়েছেন, এই মুহূর্তে ৮টি রাজ্যে করোনার ডেল্টা রূপ ৫০ শতাংশের বেশি। এই রাজ্যগুলি হ'ল- অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরালা, মহারাষ্ট্র, পঞ্জাব, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ।
কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, ভারতে করোনার ৯০ শতাংশ বি.১.৬১৭.২ (ডেল্টা) রূপ দ্বারা চালিত। মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং গুজরাটে সর্বাধিক সংখ্যক ঘটনা দেখা গেছে এ জাতীয়। ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭৪টি জেলায় উদ্বেগজনক কোভিড বৈচিত্র পাওয়া গেছে।