একনজরে ভারতের করোনা টিকাকরণ চিত্র
এদিকে পরিসংখ্যান বলছে শুক্রবার পর্যন্ত দেশের ১৯ শতাংশ মানুষ করোনার টিকার একটি করে ডোজ পেয়ে গিয়েছেন। তারমধ্যে দুটি ডোজই পেয়েছে ৪.১ শতাংশ মানুষ। এদিকে দেশের অন্যতম বড় রাজ্য উত্তরপ্রদেশে করোনা টিকার দুটি ডোজই পেয়েছে ২.৮ শতাংশ মানুষ। অন্যদিকে ১৮ থেকে ৪৪ বয়সীদের মধ্যে একটি করে ডোজ পেয়েছেন ১৬.৮ শতাংশ মানুষ।
দিশা দেখাচ্ছে বাংলা
অন্যদিকে সেই জায়গায় উত্তরপ্রদেশের থেকে তুলনামূলক ভাবে ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় এখনো পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৬.৩ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ২১.৭ শতাংশ মানুষ। ৪৫ বছরের উপরে করোনা টিকা একটি ডোজ পেয়েছে ৩৮.৮ শতাংশ মানুষ। অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৪৫ শতাংশের বেশি মানুষ।
একনজরে মধ্যপ্রদেশের টিকাকরণ চিত্র
পাশাপাশি মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৪.১ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৩০.১ শতাংশ মানুষ। ৪৫ বছরের উপরে করোনা টিকা একটি ডোজ পেয়েছে ৪৩.১ শতাংশ মানুষ। অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৪৭ শতাংশের বেশি মানুষ।
সংক্রমণে ভয় ধরালেও টিকাকরণেও গতি এনেছে মহারাষ্ট্র
অন্যদিকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৬.৩ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ২৬.৩ শতাংশ মানুষ। ৪৫ বছরের উপরে করোনা টিকা একটি ডোজ পেয়েছে ৪৮ শতাংশ মানুষ। অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৫১ শতাংশের বেশি মানুষ।
রাজস্থান ও গুজরাতের টিকা পরিসংখ্যান
পাশাপাশি মরুরাজ্য রাজস্থানে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৭ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৩৭.১ শতাংশ নাগরিক। সেখানে গুজরাতে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ১০.৫ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৩৮.৫ শতাংশ মানুষ।
দক্ষিণেও বাড়ছে করোনা টিকাকরণের হার
অন্যদিকে দক্ষিণের রাজ্য কর্নাটকে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৭ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৩৫.৮ শতাংশ নাগরিক। সেখানে তেলেঙ্গানায় এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৫.২ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৩০.৪ শতাংশ মানুষ।
অন্ধ্র ও তামিলনাড়ুর করোনা টিকাকরণ
সেখানে দক্ষিণের আর এক রাজ্য অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৭.১ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ২৯.৩ শতাংশ নাগরিক। সেখানে তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন রাজ্যের ৪.১ শতাংশ মানুষ। সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ২০.২ শতাংশ মানুষ।
ভুয়ো ভ্যাকসিন আসলে কী? ড্রাগ কন্ট্রোলারের কাছে যাচ্ছে দেবাঞ্জনের জাল টিকার নমুনা