ভুয়ো টিকা কাণ্ডে দেবাঞ্জনের সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেতাদের, সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি

কসবা টিকা কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি অভিযোগ করেছেন এই ঘটনায় যদি কেউ মারা যেত তাহলে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নামে দোষ দিত। বলা হত মোদী সরকার ভুয়ো ভ্যাকসিন পাঠিয়েছে তাতে মৃত্যু হয়েছে। ভুয়ো টিকা কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত আছে বলে অভিযোগ করেেছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আজ টিকাকাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতারা।

কসবার ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবঞ্জন েদবকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেবাঞ্জন নিজেরে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে কলকাতা পুরসভার নকল নিয়োগ পত্র দেওয়া থেকে শুরু করে হলগ্রাম পর্যন্ত চুরি করেছিল। একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে ছবি রয়েছে দেবাঞ্জনের।

বিজেপির বিক্ষোভ

কসবার টিকাকণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে কলকাতায় অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসুরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাঁদের প্রতিবাদমিছিল আটকালে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। এই ঘটনায় শাসক দলের যোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে দাবি করেছে অগ্নিমিত্রা পল।

সিবিআই তদন্তের দাবি

কসবা টিকাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেছেন দেবাঞ্জন যদি ধরা না পড়ত তাহলে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দায় চাপত কেন্দ্রের উপর। তৃণমূলের নেতা মন্ত্রীরাই অভিযোগ করতেন কেন্দ্র ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। কেউ মরা গেলে কেন্দ্রের উপর দায় চাপত। তাই এই ঘটনার সিবিআই তদন্ত প্রয়োজন। কারণ যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁরা সকলেই তৃণমূলের নেতা মন্ত্রী।

শ্বেতপত্র প্রকাশের দাবি

কসবার টিকা কেলেঙ্কারির ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টিকা নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র দাবি করেছে। দিলীপ ঘোষ দাবি করেছেন এরকম একাধিক জায়গায় টিকা নিয়ে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি।

More BJP News  

Read more about:
English summary
BJP leader Sayantan Bose demand CBI probe for Kasba fake Corona vaccination camp