টোকিও অলিম্পিকের আর এক মাসও বাকি নেই। তার আগে ভারতীয় শুটারদের পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে। ক্রোয়েশিয়ায় চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতীয় শুটারদের হতাশাজনক ফর্ম পদক তালিকাতেও খুবই শোচনীয় জায়গায় রেখেছে ভারতকে।
শুটিং বিশ্বকাপের মহিলাদের দলগত ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারতকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ভারতীয় দলের মানু ভাকের, যশস্বিনী দেসওয়াল ও রাহি সর্নোবত হারিয়েছেন হাঙ্গেরির প্রতিপক্ষদের। ১৬-১২ ব্যবধানে জয় পেয়েছেন তাঁরা।
তবে শুটিং বিশ্বকাপে ভারতের ব্যর্থতার ধারা টোকিও অলিম্পিকের আগে দুশ্চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। ভারতের ১০ মিটার এয়ার রাইফেল দল সার্বিয়ার কাছে ব্রোঞ্জ জয়ের ম্যাচে পরাজিত হয়েছে। ঐশ্বরী প্রতাপ সিং তোমর, দীপক কুমার ও দিব্যাংশ সিং পানোয়ার ভারতের এই দলে ছিলেন। তাঁরা সার্বিয়ার প্রতিপক্ষদের কাছে আজ পরাস্ত হন ১৪-১৬ ব্যবধানে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কোয়ালিফাইং রাউন্ডই টপকাতে পারেনি ভারতের মহিলা দল। যে মহিলা শুটাররা এই দলে ছিলেন তাঁরা হলেন অঞ্জুম মৌদগিল, অপূর্বী চান্দেলা ও এলাভেনিল ভালারিভান। ১৮৬৭.৭ স্কোর করে ভারত কোয়ালিফাইং রাউন্ড শেষ করে একাদশ স্থানে থেকে। গতকাল এই তিনজন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালেও উঠতে পারেননি।
একের পর এক ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারত। টোকিও অলিম্পিকের আগে আর কোনও ইভেন্ট পাবেন না ভারতীয় শুটাররা। ব্যক্তিগত ইভেন্টে ১৯ বছরের সৌরভ চৌধুরী পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে শুধু ব্রোঞ্জ জিতেছেন।