গ্রিলিশের কেরিয়ার
বয়স ২৫। হাইগেট ইউনাইটেড যুব দলে তাঁর প্রথম ক্লাব হলেও ২০০১ সাল থেকেই ২০১২ অবধি অ্যাস্টন ভিলার যুব দলে খেলেছেন জ্যাক গ্রিলিশ। ২০১২ সাল থেকে খেলছেন সিনিয়র দলে। ২০১৩ থেকে ২০১৪ অবধি লোনে নটস কাউন্টির হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন গোল করেছেন ৫টি। অ্যাস্টন ভিলার হয়ে ১৮৫টি ম্য়াচে গ্রিলিশ গোল করেছেন ২৯টি। ২০১১ থেকে ২০১৪ অবধি আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৮ ও অনূর্ধ্ব ২১ দলে খেললেও ২০১৬ থেকে এক বছর খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের হয়ে। গত বছরই জাতীয় দলে প্রথম ডাক পান। এবারের ইউরোতেও খেলছেন। দেশের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন মিডফিল্ডার গ্রিলিশ। মঙ্গলবার তাঁর ইউরো অভিষেক হয়েছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে।
গুয়ার্দিওলার পছন্দ
গ্রিলিশকে মনে ধরেছে খোদ ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলার। সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে গ্রিলিশকে ঘরে তুলতে তৎপর হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির কর্তারা। গ্রিলিশকে নেওয়ার ব্যাপারে এখনও অ্যাস্টন ভিলার সঙ্গে কোনও কথা হয়নি ইপিএল চ্যাম্পিয়নদের। জানা যাচ্ছে, ইউরো কাপে ইংল্যান্ডের খেলা শেষ হলেই গ্রিলিশকে নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ম্যান সিটি।
নজরে কেনও
জানা গিয়েছে, গ্রিলিশের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড বা ১৩৯ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে ম্যান সিটি। সার্হিও আগুয়েরো ম্যাঞ্চেস্টার সিটি ছা়ড়ায় আক্রমণভাগ শক্তিশালী করতে ম্যান সিটির টার্গেটে রয়েছেন ইংল্যান্ডের তারকা অধিনায়ক হ্যারি কেন। কেন এখন রয়েছেন টটেনহাম হটস্পারে। তাঁর জন্যও ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করা হতে পারে। ব্রিটিশ ফুটবলে এত অঙ্কের চুক্তির নজির নেই।
দামি তারকা
২০১৬ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৮৯ মিলিয়ন পাউন্ড বা ১১৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল পল পোগবার জন্য। জুভেন্তাস থেকে এই অঙ্কের চুক্তিতেই পোগবা ম্যান ইউ-তে এসেছিলেন। ব্রিটিশ ফুটবল ট্রান্সফারে এটাই এখনও অবধি রেকর্ড। আর ম্যান সিটি সবচেয়ে বেশি অঙ্কের অর্থ যে ফুটবলারের জন্য খরচ করেছে তিনি হলেন রুবেন দিয়াস। গত বছরই ৬২ মিলিয়ন পাউন্ড বা ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে বেনফিকা ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে আসেন দিয়াস।
কী করবে অ্যাস্টন?
এখন প্রশ্ন হল গ্রিলিশকে অ্যাস্টন ছাড়বে কিনা। গ্রিলিশ গত সেপ্টেম্বরেই ক্লাবের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন। ক্লাবের যা আর্থিক অবস্থা তাতে গ্রিলিশকে বিক্রি করার পরিস্থিতি নেই। কারণ, সম্প্রতি আর্সেনালকে পিছনে ফেলে আর্জেন্তিনার ফরওয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়াকে অ্যাস্টন নরউইচ থেকে নিয়েছে ৩৫ মিলিয়ন পাউন্ড বা ৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে। মনে করা হচ্ছে, গ্রিলিশের সঙ্গে চুক্তির অঙ্ক বাড়িয়ে তাঁকে ধরে রাখতে মরিয়া চেষ্টা করবে অ্যাস্টন ভিলা। তবে এখনই চূড়ান্ত কিছু বলতে পারছেন না গ্রিলিশের এজেন্ট জনাথন বার্নেট। তিনি বলেন, গ্রিলিশ নিশ্চিতভাবেই অ্যাস্টনের সঙ্গে কথা বলে সিদ্ধান্তের কথা জানাবেন। তার আগে জল্পনার প্রয়োজন নেই।