Copa America: কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল উরুগুয়ে, বিদায় বলিভিয়ার

বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল উরুগুয়ে। জাইরো কুইন্তোরসের আত্মঘাতী গোলের পর উরুগুয়ের দ্বিতীয় গোলটি করেন এডিনসন কাভানি।

কোপা আমেরিকা সবচেয়ে বেশি ১৫বার জিতেছে উরুগুয়ে। শেষ জয় অবশ্য ২০১১ সালে। ১০ বছর পর ফের কাপ জয়ের লক্ষ্যে নামা উরুগুয়ে অবশ্য এবারের কোপা আমেরিকায় প্রথম জয়টি পেল আজই। প্রথম ম্যাচে ১ গোলে হারে আর্জেন্তিনার কাছে। চিলির সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। বলিভিয়ার বিরুদ্ধে জিতলেও দাপট নিয়ে খেলেছে সে কথাও বলা যাচ্ছে না। বল দখলের লড়াইয়ে শতাংশের বিচারে ৫২-৪৮-এ এগিয়ে উরুগুয়ে। বলিভিয়া এবারের কোপায় একটি ম্যাচেও জেতেনি। শুধু তাই নয় শেষ জয় তারা পেয়েছে ৩২টি ম্যাচ আগে।

#CopaAmérica 🏆
Jairo Quinteros intentó cortar el centro, pero el despeje golpeó en Carlos Lampe y entró en su propia valla para el 1-0 de @Uruguay

🇧🇴 Bolivia 🆚 Uruguay 🇺🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/AVzSUOeNki

— Copa América (@CopaAmerica) June 24, 2021

প্রথমার্ধে ৪০ মিনিটের মাথায় কুইন্তারোসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বলিভিয়া। ছয় গজের বক্সে ভেসে আসা লো ক্রস থেকে কাভানির শট রুখতে গিয়ে কুইন্তারোস ক্লিয়ার করতে পারেননি সঠিকভাবে। বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে এদিনের ম্যাচে সুয়ারেজ, কাভানিদের বেশ কিছু গোলের সুযোগ রুখে দিলেও এই বলটির জালে জড়ানো আটকাতে পারেননি। প্রথমার্ধে এই গোলেই এগিয়ে ছিল উরুগুয়ে।

#CopaAmérica 🏆

¡Es del Matador! Edinson Cavani conectó el centro de Facundo Torres y anotó el 2-0 de @Uruguay sobre @laverde_fbf

🇧🇴 Bolivia 🆚 Uruguay 🇺🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/3tEfh8RtQS

— Copa América (@CopaAmerica) June 24, 2021

গত নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কলম্বিয়াকে হারানোর পর এদিনই প্রথম জয়ের মুখ দেখল উরুগুয়ে। সেই ম্যাচের পর এদিনই প্রথম দেশের হয়ে গোল পেলেন কাভানি, ৭৯ মিনিটে ফাকুন্দো তোরেসের ক্রস থেকে বল বিপক্ষের জালে জড়ান। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ফাঁকা গোল পেয়েও বল তিন কাঠিতে রাখতে পারেননি পরিবর্ত হিসেবে নামা ম্যাক্সি গোমেজ। যদিও তাতে পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখতে অসুবিধা হয়নি সুয়ারেজদের। এই জয় উরুগুয়েকে দিয়ে দিল শেষ আটের টিকিট।

মঙ্গলবার ২৯ জুন ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপে পাঁচটি দলের মধ্যে চারে রয়েছে সুয়ারেজদের উরুগুয়ে। বলিভিয়া এবারের কোপা আমেরিকার সব কটি ম্যাচেই পরাস্ত হল। শেষ ম্যাচে আর্জেন্তিনাকে হারিয়ে শেষ আটে ওঠার আশা বলিভিয়ার শেষ হয়ে যায় পরের ম্যাচেই চিলিকে প্যারাগুয়ে হারিয়ে দেওয়ায়।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Uruguay Beat Bolivia By 2-0 Goals And Through To Quarter Finals Of Copa America. Edinson Cavani Scores One Goal After Jairo Quinteros's Own Goal.