করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আরও দানবীয় হতে শুরু করেছে, ইঙ্গিত নয়া গবেষণায়

ভারতের বুকে খুঁজে পাওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন মিউটেশনের হাত ধরে আরও ভয়াবহ হতে শুরু করেছে বলে দাবি করেছে নয়া গবেষণা। সেখানে গবেষকদের মতে ডেল্টার নয়া রূপ আরও বেশি সংক্রামক, আরও বেশি ভাইরাল লোড নিয়ে হানা দিতে পারে। ফলে বিশাল একটা জনসংখ্যার মধ্যে করোনা দানবীয় আকারে ছড়িয়ে পড়তে পারে ডেল্টার হাত ধরে।

গবেষণার রূপ

'ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া' র গবেষণা মূলত, ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে ভারতের তিন শহরে হু হু করে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের গতিপ্রকৃতি নিয়ে প্রস্তুত করা হয়েছে। এই গবেষণায় দেখা হয়েছে যে কীভাবে এই ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে লড়াই করে, তাও গবেষণায় তুলে ধরা হয়েছে।

গবেষণার সবচেয়ে ভয়াবহ দিক

প্রসঙ্গত, এই গবেষণার সবচেয়ে ভয়াবহ তথ্য হল, দেখা গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে মানুষের শরীরে সহজে ঢুকে যেতে পারছে। যে ঘটনা রীতিমতো অবাক করছে গবেষকদের। গবেষকদের বক্তব্য বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন হতে হবে মানুষকে। তাঁদের বক্তব্য ডেল্টা প্লাসও যেভাবে দেশে ছড়াচ্ছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে।

ভ্যাকসিন ও ডেল্টা

হুয়ের বিশেষজ্ঞ আগেই জানিয়েছেন, যে ভ্যাকসিনের কার্যকারিতা খুবই ক্ষীণ করে দিচ্ছে ডেল্টা। নয়া গবেষণা বলছে, মানুষের দেহের রোগ প্রতিরোধ জনিত স্বাভাবিক কবচও সহজেই ভেঙে দিতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। যা আগের করোনা সংক্রমণগুলির চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে

তিন ভ্যারিয়েন্টের তুলনা

গবেষণা বলছে ডেল্টা ভ্যারিয়েন্ট করোনার ভ্যারিয়েন্টের থেকে ৫.৭ গুণ বেশি সেনসেটিভ। ইউকের আলফা ২.৩ গুণ সেনসেটিভ, আর আফ্রিকার বিটা ৮.২ গুণ সেনসেটিভ। আগের ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা ১০ থেকে ৪০ শতাংশ বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে।

More INDIA News  

Read more about:
English summary
Latest study says Delta variant bypassed immunity, triggered repeat infections