শেষ জয়
২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল শ্রীলঙ্কাতে হয়েছিল। রিজার্ভ ডে-ও বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে ট্রফি ভাগ করে নিতে হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে। কিন্তু ২০১৩ সালে এককভাবেই ভারত প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল ৫ রানে। এই বিশেষ দিনে আজ ১০৬ রানে আট উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ল ভারত।
ট্রফির খরা
২০১৪ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে ভারত পরাজিত হয়েছিল। ২০১৫ সালের বিশ্বকাপে ভারত বিদায় নেয় সেমিফাইনালেই। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপেও সেমিফাইনালেই শেষ হয়ে যায় ভারতের অভিযান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও ট্রফি অধরাই থাকে ভারতের। এরপর নিউজিল্যান্ডের কাছেই ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল ভারত। সেই কিউয়িদের কাছেই ৮ উইকেটে হেরে ভারতের অধরা রইল প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি।
টেক্কা দিল কিউয়িরা
ফাইনালের আগেই বিশেষজ্ঞরা এগিয়ে রাখছিলেন নিউজিল্যান্ডকে। লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে এগিয়ে থাকা। এজবাস্টনে টেস্ট ও সিরিজ জেতার পর আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ভারতের ট্রফির খরা আরও বেশি হয় যদি মহিলাদের আইসিসি ইভেন্টগুলিও ধরা হয়। মহিলাদের ক্রিকেটে ২০১৭ সালের বিশ্বকাপে ভারত ফাইনালে হারে। ২০১৮ ও ২০২০ সালে টি ২০ বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হয় যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনালে।
অনন্য নজির
৫০ ওভারের বিশ্বকাপ প্রথম হয়েছিল ১৯৭৫ সালে। জিতেছিল ক্লাইভ লয়েডের নিউজিল্যান্ড। ১৯৯৮ সালে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপ জেতে ধোনির ভারত। আর আজ প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল নিউজিল্যান্ড। দিনের শুরুতেই বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার উইকেটই ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। ফিল্ডিংয়ের সময়ও গুরুত্বপূর্ণ হল ক্যাচ মিস। বোলিংয়েও কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ ছিল না।