সিআর সেভেনের 'সাত'
সিআর সেভেন নামেও পরিচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক কেরিয়ারে ৪৩টি দেশের বিরুদ্ধে গোল করেছেন তিনি। দেখা যাচ্ছে সিআর সেভেনের কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক গোলের সংখ্যাও সাত। লিথুয়ানিয়া ও সুইডেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সাতটি করে গোল করেছেন সিআর সেভেন।
গোলের সংখ্যা ৬
একটি দেশের বিরুদ্ধে ৬টি গোল করেছেন রোনাল্ডো। আন্ডোরার বিরুদ্ধে তাঁর ৬টি গোল রয়েছে। আর কোনও দলের বিরুদ্ধেই তাঁর এত গোল নেই।
৫ গোল তিন দলের বিরুদ্ধে
তিনটি দেশের বিরুদ্ধে ৫টি করে আন্তর্জাতিক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দেশগুলি হল আর্মেনিয়া, লাটভিয়া ও লুক্সেমবার্গ।
চার দেশ, চার গোল
চারটি দেশের বিরুদ্ধে চারটি করে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এস্তোনিয়া, ফারো দ্বীপপুঞ্জ, হাঙ্গেরি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোনাল্ডোর চারটি গোলের নজির রয়েছে।
তিন গোল, ছয় দেশ
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছয়টি দেশের বিরুদ্ধে তিনটি করে গোল করেছেন। যার মধ্যে একটি দেশের বিরুদ্ধে গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ তিনি পাবেন প্রি কোয়ার্টার ফাইনালে। বেলজিয়াম, ডেনমার্ক, নর্দার্ন আয়ারল্যান্ড, রাশিয়া, স্পেন ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে গোল করেছেন রোনাল্ডো।
৯ দেশের বিরুদ্ধে ২টি করে
৯টি দেশ রয়েছে যাদের প্রতিটির বিরুদ্ধে রোনাল্ডোর গোলের সংখ্যা ২। দেশগুলি হল আজারবাইজান, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্যামেরুন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, কাজাখস্তান, সৌদি আরব ও ফ্রান্স।
একটি করে গোল
আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, ইকুয়েডর, ফিনল্যান্ড, ঘানা, গ্রিস, আইসল্যান্ড, ইরান, মরক্কো, জার্মানি, ওয়েলস, ইউক্রেন, স্লোভাকিয়া, সার্বিয়া, পোল্যান্ড, পানামা, উত্তর কোরিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি করে আন্তর্জাতিক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।