৩৪তম জন্মদিনে মেসির থেকে কোপা চান ভক্তরা, উৎসুক মহাতারকা নিজেও

কোপা আমেরিকার আবহে মহাতারকা লিওনেল মেসির ৩৪তম জন্মদিন পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এই বিশেষ বছরকে স্মরণীয় করে রাখতে আর্জেন্তিনা অধিনায়কের থেকে কাপ আশা করেছেন ফুটবল প্রেমীরা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে তীব্র। কোপা আমেরিকা টুর্নামেন্টে ইতিমধ্যেই নিজের পায়ের জাদুতে বিশ্বকে মোহিত করেছেন মেসি। গড়েছেন রেকর্ড। সেসব পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

মেসির ৩৪তম জন্মদিন

কোপা আমেরিকার আবহে বিশ্বজুড়ে লিওনেল মেসির ৩৪তম জন্মদিন পালন করা হচ্ছে ধুমধাম করে। উচ্ছ্বাসে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া। এবার অন্তত মহাতারকার হাতে উঠুক কোপা আমেরিকার খেতাব, সেটাই চান নেটিজেন থেকে ফুটবল প্রেমীরা। মেসিকে এই গ্রহের সর্বকালের সেরা ফুটবলার অ্যাখ্যা দিয়েছেন কেউ কেউ। এলএম টেনের ছবি, ভিডিওতে পরিপূর্ণ হয়েছে সোশ্যাল মিডিয়া।

কোপা জিততে মরিয়া মেসি

১৯৯৩ সালের পর থেকে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট জিততে পারেনি আর্জেন্তিনা। খুব স্বাভাবিকভাবেই খেতাব জয়ের স্বাদ পাননি লিওনেল মেসিও। তাই এবার দেশের হয়ে খেতাব জিততে তিনি মরিয়া। সেকথা তিনি নিজেও জানিয়েছেন। বলেছেন, এবারের সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। তেমনটা হলে নিজের ৩৪তম জন্মদিনের সেরা উপহারটি তিনি পেয়ে যাবেন। ২০০৭ থেকে এখনও পর্যন্ত কাপ জিততে না পারলেও কোপা আমেরিকায় আর্জেন্তিনার হয়ে ৩০টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন এলএম টেন। চলতি মরসুমে একটি গোল করেছেন লিও। একবার সতীর্থকে গোল করতে সাহায্যও করেছেন মেসি।

বিশ্বকাপও অধরা মেসির

আর্জেন্তিনার হয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যা ওই দেশের নিরিখে সর্বাধিক। গত ১৬ বছরে জাতীয় দলের হয়ে মোট ৭৩টি গোল এসেছে মেসির বুট থেকে। তাতে ৬টি হ্যাটট্রিক সামিল রয়েছে। আর্জেন্তিনার হয়ে ফুটবল বিশ্বকাপের মূলপর্বে ১৯টি ম্যাচ খেলে ৬টি গোল করেছেন এলএম টেন। তবু ২০০৬ থেকে এখনও পর্যন্ত দেশকে কাপ দিতে পারেননি মহাতারকা। ফলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয় করে নিজের কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ করতে মুখিয়ে থাকবেন মেসি। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৫১টি ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন ১০ নম্বর জার্সিধারী। ২০২০-২২ মরসুমের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত ৬টিস ম্যাচে খেলে ২টি গোলে করেছেন লিও। আর্জেন্তিনার হয়ে ৪৭টি প্রদর্শনী ম্যাচ খেলে ৩৪টি গোল করেছেন মেসি।

সফল ক্লাব কেরিয়ার

দেশের হয়ে খেতাব জিততে না পারলেও ক্লাব বার্সেলোনার হয়ে তিনি ১০ বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছেন। তিন বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও চার বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি সাত বার কোপা দেল রে ও সাত বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন মেসি। বার্সার জার্সিতে উয়েফা সুপার কাপও তিন বার চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্তাইন তারকা ৬ বার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন। সবমিলিয়ে স্প্যানিশ ক্লাবের হয়ে ৭৪২টি ম্যাচ খেলে ৬৪০ গোল করেছেন মেসি।

চলতি কোপাতে আর্জেন্তিনা

চলতি কোপা আমেরিকা টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। ভারতীয় সময় ২৯ জুন ভোর সাড়ে পাঁচটায় বলিভিয়ার মুখোমুখি হবে মেসির দল।

More LIONEL MESSI News  

Read more about:
English summary
Fans wishes Lionel Messi on his 34th birthday and for Copa America victory