গ্রুপ এফ থেকে ইউরোর শেষ ১৬-তে গেল ফ্রান্স, পর্তুগাল ও জার্মানি। ফ্রান্স ও পর্তুগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পেনাল্টি থেকে জোড়া গোল করে আলি দায়ির সর্বোচ্চ ১০৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Round of 16 ✅
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
Cristiano Ronaldo & Kylian Mbappe 😀#EURO2020 pic.twitter.com/tHVGhSdzp1
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ১০৯তম আন্তর্জাতিক গোলটি এল ১৭৬তম ম্যাচে। তবে পুরুষ ও মহিলাদের মিলিয়ে দেখলে এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিনা সিনক্লেয়ার, কানাডার হয়ে ২৯৭টি ম্যাচে ১৮৬টি গোল রয়েছে তাঁর। যা আরও বাড়তে পারে আসন্ন টোকিও অলিম্পিকে।
🇵🇹 Cristiano Ronaldo has now scored 47 goals in his last 45 matches for Portugal 🔥#EURO2020 pic.twitter.com/Lzx5BtbMPN
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
পুস্কাস অ্যারেনায় বুধবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও গতবারের ইউরো কাপ ও নেশনস কাপ চ্যাম্পিয়ন পর্তুগালের ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। চারটি গোলের তিনটিই হল পেনাল্টি থেকে। রোনাল্ডো পেনাল্টি থেকেই দুটি গোল করেন। প্রথমে দলকে এগিয়ে দেন, তারপর সমতাও ফেরান। প্রথম গোলটির ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। ২৭ মিনিটে মৌতিনহোর ফ্রি কিকে হেড করতে উঠেছিলেন ড্যানিলো, গোল বাঁচাতে লাফ দেন ফ্রান্সের গোলকিপার হুগো লরিস। রেফারি পেনাল্টি দিলে তা চ্যালেঞ্জ করতে গিয়ে তিনি হলুদ কার্ড দেখেন। পেনাল্টি থেকে গোল করে ৩০ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন সিআর সেভেন।
🇫🇷 Karim Benzema nets his 1st goal for France since October 2015 ⚽️#EURO2020 https://t.co/tPywWVo7aW pic.twitter.com/cK38kL1T5W
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
৪৫ মিনিটে পর্তুগালের বক্সে এমবাপেকে ঠেলে ফেলে দেন সেমেদো। রেফারি পেনাল্টি দিলে তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন পর্তুগালের ফুটবলাররা। ভার প্রযুক্তির সাহায্যে নিশ্চিত হয়ে পেনাল্টির সিদ্ধান্ত রেফালি বহাল রাখলে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম বেঞ্জেমা। ২০১৫ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে এটি তাঁর প্রথম গোল। ৪৭ মিনিটে পগবার থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় তা জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়েও দেন বেঞ্জেমাই।
🔝 All-time top international goalscorers:
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
⚽️1⃣0⃣9⃣ Ali Daei 🇮🇷
⚽️1⃣0⃣9⃣ Cristiano Ronaldo 🇵🇹 #EURO2020 pic.twitter.com/NRx7rCLqMC
৫৮ মিনিটে ফের পেনাল্টি পায় পর্তুগাল। জুল কুন্দে ইচ্ছাকৃতভাবে বলে হাত লাগানোয়। ৬০ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান রোনাল্ডো। এই গোলের সাহায্যে আন্তর্জাতিক গোলের নিরিখে আলি দায়ির বিশ্বরেকর্ড স্পর্শ করেন তিনি। জার্মানি হাঙ্গেরির বিরুদ্ধে সমতা ফেরানো না অবধি গ্রুপ অব ডেথ থেকে দ্বিতীয় স্থানে থেকেই শেষ ১৬-তে যাওয়ার সম্ভাবনা ছিল পর্তুগালের। ফ্রান্সের সঙ্গে পর্তুগালের ম্যাচটিও ২-২ গোলে শেষ হয়। জার্মানিও একই ফলাফলে হাঙ্গেরির সঙ্গে ড্র করায় পর্তুগাল রাউন্ড অব সিক্সটিন থেকে তৃতীয় দল হিসেবে শেষ ১৬-তে পৌঁছাল।