ডেল্টা প্লাসের উদ্বেগের মাঝেই দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

একদিকে ডেল্টা প্লাস ভাইরাসের বাড়বাড়ন্ত, অন্যদিকে কোভিডের তৃতীয় স্রোত আছড়ে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে ভারতে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে ইওরোপের পরিস্থিতি। এদিকে, ২৪ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোন রিপোর্ট খানিকটা উদ্বেগ বাড়িয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফের একবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের ওপর গিয়েছে। শেষ একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন।

প্রসঙ্গত, গতকালই ইওরোপিয় ইউনিয়ের তরফে জানানো হয়েছে অগাস্ট মাসের শেষের দিকে ভয়াবহ রূপ ধরণ করতে চলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইউরোপের ৯০ শতাংশ করোনা কেস আগামী কয়েকদিনে ডেল্টা ভ্যারিয়েন্টের জেরেই দেখা যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে।

এমন পরিস্থিতিতে এদিন দেশে শেষ ২৪ ঘণ্টায় করোন কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৮,৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১৩২১ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০,৮২,৭৭৮ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৬,২৭,০৫৭ জনের। মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৩,৯১,৯৮১ জন। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশনের পর দেশে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩০,১৬,২৬,০২৮ জনকে ।

এদিকে কয়েকদিন আগেই দেশে দৈনিক আক্রান্তের নিরিখে দেখা গিয়েছে নামতে শুরু করেছে করোনার সংখ্যা। ৫০ হাজারের নিচে কয়েকদিন আগেই নেমেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই জায়গা থেকে গতকালের তুলনায় এদিন ৬.৩ শতাংশ বেশি করোনা আক্রান্ত দেখা গিয়েছে এদিন। ফলে পরিস্থিতি রীতিমতো উদ্বেগের দিকে যাচ্ছে। এদিকে, মধ্যপ্রদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের আক্রমণে মৃত্যু হয়েছে ১ জনের। দেশের বিভিন্ন জায়গায় এই ভ্যারিয়েন্ট দানবীয় আকার নিতে শুরু করে দিয়েছে বলে খবর।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
India reports 54,069 new COVID19 cases reported in health ministry's report on june 24